• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুশফিক বলছেন ট্রিপল সেঞ্চুরিও সম্ভব


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১২, ২০১৮, ১১:৪৮ পিএম
মুশফিক বলছেন ট্রিপল সেঞ্চুরিও সম্ভব

ঢাকা : বাংলাদেশের ব্যাটসম্যানরা এ নিয়ে চারটি ডাবল সেঞ্চুরি করে ফেলল। এর মধ্যে মুশফিকুর রহীমেরই দুটি। বাকি দুটি তামিম ইকবাল ও সাকিব আল হাসানের।

এবার তাহলে ট্রিপল সেঞ্চুরি দেথার অপেক্ষায় বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসে এই কীর্তি আছে ২৬ জন ব্যাটসম্যানের। তবে মুশফিক মনে করেন, বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের পক্ষে ট্রিপল সেঞ্চুরিও সম্ভব।

দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে মুশফিককে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক তাহলে আমরা ট্রিপল সেঞ্চুরি কবে দেখতে পাচ্ছি?

তিনি আশাহত করলেন না, ‘আমি আমার নিজের ভেতর এটা বিশ্বাস করি। প্রথমে যখন ২০০ করেছি, তখন মনে হয় নাই এটা প্রথম বা আবার কবে মারব। নিজের ওপর ও রকম বিশ্বাস ছিল না। এখন এটা পাওয়ার পর আমার বিশ্বাস একটু হলেও ফিরে এসেছে, এ রকম আরও বড় অবদান রাখতে পারব। আমার মনে হয় আমাদের টপ–অর্ডারদের কারও জন্য এটা অসম্ভব না।’

আরেকজনের নাম বললেন মুশফিক, যাঁর ব্যাটে বাংলাদেশ ট্র্রিপল সেঞ্চুরি দেখে ফেলতে পারে। টেস্টে সাত সেঞ্চুরির তিনটই যাঁর ১৫০ পেরোনো।

মুশফিক মনে করেন, মুমিনুল একবার ডাবল সেঞ্চুরি পেয়ে গেলেই তিন শও পেয়ে যাবেন এক সময়, ‘মুমিনুলের তো মনে হয় এই ইনিংস তাড়াতাড়ি আসবে, যখন এই ম্যাজিক ফিগার (ডাবল) পেয়ে যাবে, তখন সে আরও বড় কিছু করতে পারবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!