• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৃত্যু আগে এন্ড্রু কিশোরের শেষ ইচ্ছা


বিনোদন ডেস্ক জুলাই ৬, ২০২০, ০৮:১২ পিএম
মৃত্যু আগে এন্ড্রু কিশোরের শেষ ইচ্ছা

ফাইল ছবি

ঢাকা : দীর্ঘ দিন ক্যান্সারে ভুগে অবশেষে ক্যান্সারের কাছে পরাজিত হয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। সেই লড়াই থেমে গেল আজ (৬ জুলাই)। এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস নিশ্চিত করেছেন, আজ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহীতে শিল্পীর বোনের নিজস্ব ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যৃর সময় তার বয়স হয়েছে ৬৪ বছর।

সোমবার (৬ জুলাই) সকাল থেকে এই গায়কের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তাকে অক্সিজেন দিয়ে আইসিইউতে রাখা হয়। কিন্তু বিকেলের দিকে মারা যান তিনি।

রাজশাহীতে বোন ডা. শিখা বিশ্বাসের ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন এন্ড্রু কিশোর। তার সার্বক্ষণিক দেখাশোনা করছিলেন ভগ্নিপতি প‌্যাট্রিক বিশ্বাস।

এদিকে এন্ড্রু কিশোরের স্ত্রী সোমবার সন্ধ্যার আগে সামাজিকমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়ে লিখেছিলেন, ‘এখন কিশোর কোনো কথা বলে না। চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে। আমি বলি কী ভাব, বলে কিছু না, পুরানো কথা মনে পড়ে আর ঈশ্বরকে বলি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, বেশি কষ্ট দিও না।’

লিপিকা লিখেছিলেন, ‘ক্যানসারের শেষ ধাপে খুব যন্ত্রণাদায়ক। এন্ড্রু কিশোরের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন, যেন কম কষ্ট পায় এবং একটু শান্তিতে পৃথিবীর মায়া ছেড়ে যেতে পারে।’

তিনি আরও লিখেছিলেনন, ‘আমার মনে হল, কিশোর শুধু আমার বা আমাদের সন্তানের বা আমাদের পরিবারের নয় বরং দেশের মানুষের একটা অংশ বা সম্পদ। তাই এই কথাগুলো দেশের ভক্ত শ্রোতাদের বলা বা জানানো আমার দায়িত্বের মধ্যে পড়ে।’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!