• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেঘনায় জেলেদের জালে ধরা পড়লো ২২ মহিষ


নোয়াখালী প্রতিনিধি সেপ্টেম্বর ১৭, ২০১৯, ০১:১৬ পিএম
মেঘনায় জেলেদের জালে ধরা পড়লো ২২ মহিষ

নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে জেলেদের জালে আটকা পড়েছে মালিকানাবিহীন ভাসমান ২২টি মহিষ। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে মহিষগুলো স্থানীয় তিন রাখালের জিম্মায় রাখা হয়েছে। এরআগে বিকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের মাইচ্চা মার্কেট সংলগ্ন মেঘনা নদীতে ইলিশের জালে ভাসমান মহিষগুলো আটকা পড়ে।

নৌকার মালিক শাহজাহান ও জেলেরা জানায়, বিকালে মেঘনা নদীতে নৌকার মাঝি সাইফুল ইসলাম (কালু মাঝি) তার ইলিশের জাল ফেললে ওই জালে বেশ কিছু ভাসমান মহিষ আটকা পড়ে। পরে নদীতে নৌটহল পুলিশের সহযোগিতায় ২২টি মহিষ জালসহ তীরে এনে উদ্ধার করা হয়।

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান ঢালী জানান, উদ্ধার হওয়া মহিষগুলোর মধ্যে বাচ্চা মহিষ-১০টি, ছেলি মহিষ- ৩টি, সাদাকালো মাদাম মহিষ- ৫টি, কালো মাদাম মহিষ-৩টি, ছেলা মহিষ-১টিসহ মোট ২২টি। এগুলো স্থানী রাখালের জিম্মায় রাখা হয়েছে।

মহিষগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা হবে জানিয়ে তিনি বলেন, টহলকালে নদীতে ৪ হাজার মিটার মালিকানা বিহীন কারেন্ট জালও  জব্দ করা হয়। এ ব্যাপারে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়িতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!