• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেয়ে, তুমি চাঁদ হও


সাকিব জামাল আগস্ট ১৮, ২০২০, ০২:২৭ পিএম
মেয়ে, তুমি চাঁদ হও

সাকিব জামাল

নিস্তব্দ শরতের রাতে
আকাশে দেখেছিলাম চাঁদ
অপূর্ব আর সাদা মেঘগুলোকে
মনে হয়েছিল অনেক দিনের না দেখা প্রিয়তার জন্যে
আকুলে ছুটে চলা অশান্ত-অতৃপ্ত আত্মা
যে না‍হি মানে কোন বাধ।

হলো মনে
চাঁদের কানে ফিস ফিস কি বলে
খানিকটা পুজো করে আবার গেল ছুটে
অনন্তের পানে।

আর আমি পড়লাম ধ্যানে
কোন এক দেবীর
মনে মনে প্রলাপ কেটে বললাম
কোথায় তুমি? এসো
পুজো করব তোমার
মেঘ গুলোর মত।

হয়তো ওদের মত
আমি ধবল নই-আমাতে হয়তো কালিমাও আছে
তবুও বলি
মেয়ে, তুমি চাঁদ হও
আমায় দাও ক্ষণিকের তরে
পুজো করবার তোমায়।

অকৃ‍‍‍ত্রিম ভালোবেসে
তারপর যাব চলে
মহাকালের পথ ধরে
অনন্ত সম্মূখে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!