• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসি-রোনালদো নয় মরিনহোর সেরা রোনাল্ডো


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১২, ২০১৯, ০৬:৪০ পিএম
মেসি-রোনালদো নয় মরিনহোর সেরা রোনাল্ডো

ঢাকা: যখন কোচ ছিলেন তখন শীষ্য হিসেবে পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। বার্সেলোনার জার্সিতে সম্ভাব্য সব কিছু করা দেখেছেন লিওনেল মেসিকে। তবুও হোসে মরিনহোর কাছে এই দুজনের কেউই সেরা নন। জীবদ্দশায় যাদের খেলা দেখেছেন, তাদের মধ্য থেকে ব্রাজিলের সাবেক স্ট্রাইকার, দ্য ফেনোমেনন খ্যাত রোনাল্ডোকে সবচেয়ে এগিয়ে রাখছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম লাইভস্কোরকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহো বলেন, ‘তুলনামূলকভাবে রোনাল্ডো (দ্য ফেনোমেনন), ক্রিস্টিয়ানো রোনালদো ও লিও মেসির ক্যারিয়ার বেশ দীর্ঘ। তারা ১৫ বছর ধরে প্রতিদিন একেবারে শীর্ষে অবস্থান করেছে। তবে যদি প্রতিভা ও দক্ষতাকে যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়, তাহলে রোনাল্ডোকে (দ্য ফেনোমেনন) কেউ অতিক্রম করতে পারবে না।’

১৯৯৬-৯৭ মৌসুমের শুরুতে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেন থেকে বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন ১৯ বছর বয়সী রোনাল্ডো লুইস নাজারিও দে লিমা (ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকার পুরো নাম)। ওই মৌসুমেই কাতালানদের কোচের দায়িত্ব বুঝে নিয়েছিলেন প্রয়াত ইংলিশ ফুটবলার ববি রবসন। তার কোচিং স্টাফদের মধ্যে অন্যতম ছিলেন পর্তুগিজ মরিনহো। সেসময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘যখন ববি রবসনের অধীনে সে বার্সেলোনায় খেলেছে, তখন আমি বুঝতে পেরেছিলাম যে, যাদেরকে আমি মাঠে খেলতে দেখেছি, তাদের মধ্যে সে-ই সেরা।’ এরপর মরিনহো যোগ করেন,‘ চোট সমস্যা না থাকলে তার ক্যারিয়ার আরও দুর্দান্ত হতে পারত। তবে মাত্র ১৯ বছর বয়সে তার যে প্রতিভা ছিল, সেটা এক কথায় অবিশ্বাস্য।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!