• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেসেঞ্জারের নিরাপত্তা বাড়াতে আসছে ফেসআইডি


তথ্যপ্রযুক্তি ডেস্ক জুন ১৫, ২০২০, ১১:৫০ এএম
মেসেঞ্জারের নিরাপত্তা বাড়াতে আসছে ফেসআইডি

ঢাকা: নিজেদের বার্তা বিনিময়ের সেবা মেসেঞ্জারের নিরাপত্তা বৃদ্ধির জন্য ফেসআইডি ফিচার চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক।

ফিচারটি কাজে লাগিয়ে মেসেঞ্জারে প্রবেশের জন্য পাসওয়ার্ড হিসেবে নিজের চেহারা ব্যবহার করতে হবে।

ফলে মনের ভুলে ডিভাইস হারিয়ে গেলেও অপরিচিত কোনো ব্যক্তি মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না।

তবে ব্যবহারকারীরা চাইলে ফিচারটি কার্যকর না করে বর্তমানের মতোই মেসেঞ্জারে প্রবেশ করতে পারবেন। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর ফিচারটির কার্যকারিতা পরখ করছে ফেসবুক।

এ বিষয়ে ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তার নিরাপত্তা আরো বৃদ্ধি করতেই এ উদ্যোগ।  সূত্র : ইন্টারনেট।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!