• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোদিকে হুমকি দিয়ে ফেঁসে গেছেন হরভজন সিং


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১১, ২০২০, ০৫:৩৮ পিএম
মোদিকে হুমকি দিয়ে ফেঁসে গেছেন হরভজন সিং

ঢাকা: নেশার ঘোরে পুলিশের হেল্পলাইনে ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়ে ফেঁসে গেছেন হরভজন সিং। আপাতত পুলিশ হেফাজতেই সময় কাটছে তার।

তবে গ্রেফতার ওই ব্যক্তি ভারতের বিখ্যাত খেলোয়াড় হরভজন সিং নয়। হরিয়ানা প্রদেশের বাসিন্দা হলেও উত্তরপ্রদেশের নয়ডায় থাকেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, পুলিশের হেল্পলাইন ১০০ ডায়াল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দেন এক ব্যক্তি। তারপরই ঘটনার তদন্তে নেমে ৩৩ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করে নয়ডা পুলিশ।

অভিযুক্ত হরভজন সিং ‘মাদকাসক্ত’ এবং নেশার ঘোরেই এ কাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশ কর্মকর্তা অঙ্কুর আগরওয়াল এনডিটিভিকে বলেন, হরভজন ১০০ নাম্বারে ফোন দিয়ে প্রধানমন্ত্রীর ক্ষতি করার হুমকি দেন। ওই ফোনের পরেই স্থানীয় থানার পুলিশ ঘটনাটির তদন্তে নামে। এরপরই মামুরা থেকে অভিযুক্তকে খুঁজে বের করে তাকে গ্রেফতার করে পুলিশ।

নয়ডা পুলিশ জানিয়েছে, ওই হুমকি ফোনের পেছনে অন্য কেউ জড়িয়ে আছে কিনা বা কেন এই ধরণের ফোন করা হলো, সব বিষয়গুলোই খতিয়ে দেখা হচ্ছে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!