• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোদির ‘মেকআপ আর্টিস্টের বেতন’ যা কল্পনাকেও হার মানাবে


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৮, ২০১৯, ০৬:৩৩ পিএম
মোদির ‘মেকআপ আর্টিস্টের বেতন’ যা কল্পনাকেও হার মানাবে

ঢাকা: সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এক সুন্দরীকে দেখা যাচ্ছে সোফায় বসে থাকা মোদির মুখে কিছু ঘষে দিতে। খবর এবেলা’র।

ওই ভাইরাল হওয়া ছবি নিয়ে খবর ছড়িয়েছে, এ মোদির মেকআপ আর্টিস্ট, তার বেতন ১৫ লাখ রুপি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ, ছবিসহ ‘খবর’টি বাজারে ছাড়েন আদিত্য চতুর্বেদি নামের জনৈক ব্যক্তি। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে এ ‘খবর’ ও ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়।

এদিকে, ফেসবুকে আদিত্য নিজেকে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে বর্ণনা করেছেন। তার এ পোস্টের পর চলতে থাকে মোদিকে নিয়ে ট্রল।

অবশ্য পরে জানা যায়, পুরো ঘটনাই অন্য। ছবিটি লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামের। সেখানে নরেন্দ্র মোদির মোমমূর্তির ‘মেকআপ’ সারছিলেন মিউজিয়ামেরই এক কর্মী। সে ছবিকেই রং চড়িয়ে ‘মোদির মেকআপ আর্টিস্ট’-এর গল্প বাজারে ছাড়া হয়। লন্ডনের মাদাম তুসো মিউজিয়াম ছাড়াও সিঙ্গাপুর, হংকং ও ব্যাঙ্ককের মিউজিয়ামেও মোদির মূর্তি বসবে। প্রতিটি মূর্তি তৈরি করতে খরচ পড়েছে ১৫০,০০০ ব্রিটিশ পাউন্ড, ভারতীয় অর্থমূল্যে যা ১ কোটি ৪১ লাখ টাকার কিছু বেশি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!