• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মোদীর জয় পাকিস্তানের জন্য মঙ্গলজনক নয়


আন্তর্জাতিক ডেস্ক মে ২৩, ২০১৯, ০৮:০৫ পিএম
মোদীর জয় পাকিস্তানের জন্য মঙ্গলজনক নয়

ঢাকা: পাকিস্তান পিপলস পার্টি নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী বলেছেন, নরেন্দ্র মোদীর জয় পাকিস্তানের জন্য মঙ্গল বয়ে আনবে না।

বৃহস্পতিবার (২৩ মে) ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির ভূমিধস জয় নিশ্চিত হওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।

হিনা রাব্বানী বলেন, বিজেপি প্রধান নরেন্দ্র মোদী পৃথিবীর সামনে ভারতের এক ভয়ংকর রূপ প্রদর্শন করেছেন। তার ডানপন্থি দল বিজেপি ও মোদী নিজেও ধর্মান্ধদের থেকে সুবিধা পেতে সবসময় সন্ত্রাসবাদে উৎসাহ যুগিয়ে গেছেন।

পাকিস্তানের স্বার্থে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার বিষয়েও কথা বলেন তিনি। এ নিয়ে ভারতের অবস্থান কেমন হতে পারে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালের থেকেও বড় ধরণের জয় পেতে যাচ্ছে বিজেপি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৪৩ আসনের ৩৪০ আসনে এগিয়ে আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে থাকা দলটি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!