• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
সিটি নির্বাচন

মোবাইলে জানুন আপনার ভোটার নম্বর ও কেন্দ্র


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৯, ২০২০, ০৩:০৪ পিএম
মোবাইলে জানুন আপনার ভোটার নম্বর ও কেন্দ্র

ঢাকা : রাজধানীর দুই সিটির নির্বাচন ঘিরে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী ও কর্মীরা। আর মাত্র ৪টি দিন পার হলেই শুরু হবে কাঙ্খিত ভোট। আগামী ১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এবার পুরো ভোটই হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

সিটি করপোরেশন নির্বাচন যারা ভোট দিতে ইচ্ছুক তাদেরকে নিজের ভোটার নম্বর ও ভোটকেন্দ্রে জানতে হবে। না হলে ভোগান্তির মুখে পড়তে হতে পারে।

এবার মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এই তথ্য জানার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এজন্য মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে PC লিখে একটা স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর বা স্মার্ট আইডি কার্ড নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।

এটি করা হলে নির্বাচন কমিশন একটি ফিরতি এসএমএস পাঠাবে। সেখানে ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম ও সংশ্লিষ্ট কেন্দ্রে আপনার সিরিয়াল নম্বর উল্লেখ থাকবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!