• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজকে না খেলানোর ব্যাখ্যা দিলেন মুমিনুল


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৪, ২০১৯, ০৮:৪৫ পিএম
মোস্তাফিজকে না খেলানোর ব্যাখ্যা দিলেন মুমিনুল

ঢাকা : ভারতীয় পেসাররা বাংলাদেশকে গুটিয়ে দিয়েছে ১৫০ রানেই। উইকেটে ঘাস ছিল। এর পুরো ফায়দা তুলে নিয়েছেন শামি-ইশান্ত শর্মারা। বল করতে নেমে খারাপ করেননি বাংলাদেশের দুই পেসারও। পেসারদের সহায়তা আছে এমন উইকেটে কেন তিন পেসার খেলায়নি বাংলাদেশ। কেন রাখা হয়নি মোস্তাফিজুর রহমানকে। দিনশেষে অধিনায়ক মুমিনুল হক দিলেন ব্যাখ্যা।

লাল মাটির শক্ত উইকেটে টস জিতে আগে ব্যাট করার সাহস দেখিয়েছিলেন মুমিনুল। সকালের আর্দ্রতা আর উইকেটের সুবিধা কাজে লাগিয়ে নেমেই বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলে দেন ভারতের তিন পেসার ইশান্ত শর্মা, উমেশ যাদব আর রবীচন্দ্র অশ্বিন। কিন্তু বাংলাদেশের একাদশে দেখা যায় পেসার হিসেবে আছেন আবু জায়েদ ও ইবাদত হোসেন। বাকি দুই বোলার অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ আর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। অর্থাৎ চার বোলার নিয়েই খেলতে নামে বাংলাদেশ। একাদশে জায়গা দেওয়া হয় সাত ব্যাটসম্যান।

এত ব্যাটসম্যান নিয়েও মাত্র ১৫০ রানে অলআউট হয় বাংলাদেশ। পেসারদের সুবিধা আছে এমন উইকেটেও তাদের ওপর আস্থা না রাখার ব্যাখ্যায় মুমিনুল জানালেন দলের রক্ষণশীল চিন্তারই ফল এটা,  ‘সাহস পাই না আসলে ওরকম কিছু না। আসলে আমাদের ভাণ্ডারে চারদিনের ম্যাচ খেলা ওইরকম বোলার কম সত্যি কথা বলতে। যে দুজন খেলছে তারা নিয়মিত চারদিনের ম্যাচ খেলে।  হুট করে এটা (টেস্ট খেলা) কঠিন। আর আমরা বাংলাদেশ সব সময় ব্যাটিংয়ের ওপর নজর দিতে একটু বেশি মনোযোগ দেই।’

মুমিনুলের ইঙ্গিত মোস্তাফিজুর রহমান আর আল-আমিনের দিকে। আগের দিন মোস্তাফিজকে হুমকি মনে করেছিলেন বিরাট কোহলি। সেই মোস্তাফিজকে দেখা গেল একাদশেই রাখেনি বাংলাদেশ, মুমিনুলের ইঙ্গিত তাদের চেয়ে মোস্তাফিজ আর ইবাদতের উপরই আস্থা ছিল বেশি, ‘হয়তো কোহলি বলেছেন স্ট্রাগল করেন (বাঁহাতি পেসে), এটা (এমন কথা) হয়ত ট্যাকটিকস হতে পারে। আমাদের যাদের উপর বিশ্বাস ছিল তাদের রেখেছি। ’

তবে কি মোস্তাফিজে আস্থা নেই? মুমিনুলের কথা ঘুরে গেল বাড়তি ব্যাটসম্যান রাখার চিন্তায়, ‘সবার উপর বিশ্বাস আছে। আমাদের মনে হয়েছে দুইজন পেসার আর বাড়তি ব্যাটসম্যান খেলালে ভাল হবে এই জন্য খেলিয়েছি।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!