• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তায় আছেন পাপন


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০১৯, ১০:৩৬ পিএম
মোস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তায় আছেন পাপন

ঢাকা: বাংলাদেশের পেস বোলিংয়ের নেতা মোস্তাফিজুর রহমান বিপিএলে বিবর্ণ পারফর্ম করে চলেছেন। কুমিল্লার অধিনায়ক তাকে এক ম্যাচে টানা চার বলে চার ছক্কা হাঁকিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো মোস্তাফিজকে সব ব্যাটসম্যানই পড়তে পাচ্ছে। তার কাটার ও স্লোয়ারগুলো যেন ভোতা হয়ে গেছে। ঠিকঠাক কাজ করছে না। ভারত সফর ও বিপিএলে মোস্তাফিজকে দেখে তাই মনে হচ্ছে।

কাটার মাস্টারের এই পারফরম্যান্স চিন্তায় ফেলে দিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। তিনি সংবাদমাধ্যমের সামনে ফিজকে নিয়ে হতাশা লুকাননি,‘ এই রাউন্ডে দেখে এখনি বুঝতে পারছি না। তবে একটু তো চিন্তার বিষয় আছেই। আমাদের সেরা পেসার নিশ্চয়ই মোস্তাফিজ। ওকে নিয়ে চিন্তার মধ্যে আছি এটা অস্বীকার করার উপায় নেই।’

স্থানীয়দের মধ্যে তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুনরা ছন্দে ফিরেছেন। কিন্তু পেসাররা সেই তুলনায় নিষ্প্রভ রয়েছেন। বিপিএলের প্রথম ম্যাচেই ৪৮ বলে ৮৪ রান করেন মিঠুন। ওই ম্যাচে ফিফটি করে ম্যাচ জেতান ইমরুল কায়েস। দুই ম্যাচেই ব্যাটে ঝলক দেখিয়ে রান পান লিটন দাস। বড় ইনিংস না এলেও সৌম্য সরকারের ব্যাটেও দেখা গেছে ছন্দ। অনেকদিন পর রান পেয়েছেন তামিমও। শুক্রবার কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ঢাকা প্লাটুনের তামিম করেন ৫৩ বলে ৭৪ রান। শনিবার একই দলের হয়ে ৪২ বলে ৬২ রান করেন এনামুল হক। 

স্থানীয় ব্যাটসম্যানদের নিয়ে তাই বোর্ড প্রধানের মুখে স্বস্তি, ‘স্থানীয়রা ভালো করছে। আমাদের মূল ফোকাস ছিল স্থানীয় খেলোয়াড় । বাইরের তারা ত রান করবেই। সেইসঙ্গে যেন স্থানীয়রা করে। এবার দেখছি যে কটা খেলা হয়েছে। নাঈম আজ ভাল খেলেছে, তামিম ছন্দে ফিরেছে। লিটন দাস, সৌম্য এরা কিন্তু ভালো খেলেছে। মিঠুন ভালো একটা ইনিংস খেলেছে। আমাদের স্থানীয় খেলোয়াড়  যারা আছে তারা ভালো করছে।’

সোনালীনিউজ/আরআইবি

Wordbridge School
Link copied!