• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজদের দুরন্ত বোলিংয়ে ৫ উইকেট হারিয়ে ধুকছে জিম্বাবুয়ে


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১৩, ২০১৯, ০৮:৫৯ পিএম
মোস্তাফিজদের দুরন্ত বোলিংয়ে ৫ উইকেট হারিয়ে ধুকছে জিম্বাবুয়ে

ঢাকা: খারাপ আবহাওয়ার কারণে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ শুরু হতে দেরি হয়েছে। ম্যাচের দৈর্ঘ্যও কমিয়ে আনা হয় ১৮ ওভারে। আগে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম বলেই তুলে নিয়েছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রেন্ডন টেলরকে। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টি সংস্করণে অভিষেক হয়েছে তাইজুলের।

জিম্বাবুয়ের ইনিংসে দ্বিতীয় ওভারে বল করতে আসেন তাইজুল। প্রথম বলেই টেলরকে মাহমুদউল্লাহর ক্যাচে পরিণত করেন বাঁ হাতি এ স্পিনার। এরপর আঘাত হানেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাঁর বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন ক্রেইগ আরভিন (১১) মোসাদ্দেক হোসেনের হাতে। নিজের প্রথম ওভারে এসেই মোসাদ্দেক কট অ্যান্ড বোল্ড করে ফিরিয়েছেন শন উইলিয়ামসকে (২)। রান আউট হয়েছেন মারুমা (১)।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ৫ উইকেটে ৫৯ রান তুলেছে জিম্বাবুয়ে। চলতি বছর এটাই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারের ক্ষত মোচনে এ সিরিজে ভালো করতে মরিয়া সাকিব আল হাসানের দল।

বাংলাদেশ দল: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

সোনালীনিউজ/আরআইবি

 

Wordbridge School
Link copied!