• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজুর না বুমরাহ, নায়ক হবেন কে?


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৮, ২০১৮, ০৫:৩৬ পিএম
মোস্তাফিজুর না বুমরাহ, নায়ক হবেন কে?

ঢাকা: আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক মোস্তাফিজুর রহমান। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বড় ভরসা তিনি। বাংলাদেশ পেস আক্রমণের অগ্রভাগে মাশরাফি থাকলেও মোস্তাফিজই মূল ভরসা। তাঁকে ঘিরেই থাকে যাবতীয় পরিকল্পনা।

ভারতের প্রধান অস্ত্র আবার জশপ্রীত বুমরাহ। এশিয়া কাপ ফাইনালে দুই পেসারের লড়াই ক্রিকেটমহলের কাছে আকর্ষণীয় হতে চলেছে। মজার ব্যাপার হলো, আইপিএলে দু’জনই আবার একই দলে খেলেন, মুম্বাই ইন্ডিয়ান্সে।

বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে ওঠার নেপথ্যে বড় অবদান রয়েছে মোস্তাফিজের। সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে পার্থক্য গড়ে দিয়েছিলেন তিনি। বাংলাদেশ অধিনায়ক  তাঁকে তখন ‘ম্যাজিশিয়ান’ বলে চিহ্নিত করেছিলেন।

গত বুধবার কার্যত সেমিফাইনালে পরিণত হওয়া ম্যাচে ১০ ওভারে ৪৩ রানে নেন চার উইকেট। ২৩ বছর বয়সীর প্রধান অস্ত্র হলো কাটার। তাঁকে এই মুহূর্তে বিশ্বের সেরা পেসারদের মধ্যে ধরা হচ্ছে। মোস্তাফিজুর ১৮.৩৭ গড়ে নিয়েছেন ৮ উইকেট।

বাংলাদেশের যেমন একজন মোস্তাফিজুর আছেন, ভারতের তেমনই রয়েছেন বুমরাহ। ডেথ ওভারে নিরন্তর ইয়র্কার দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। এ জন্যই তিনি ভয়ঙ্কর। তিন ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্রাম পাওয়ায় তিনি তরতাজা ভাবেই নামতে পারবেন ফাইনালে। নতুন বলে স্ট্রাইক ও ডেথ ওভারে বিপক্ষকে আটকে রাখার জন্য ভারত অধিনায়ক রোহিত শর্মার সেরা বাজি তিনিই।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!