• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যাককালামকে ছেড়ে দিল বেঙ্গালুরু, গম্ভীর-ম্যাক্সয়েলকে দিল্লি


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৬, ২০১৮, ০২:৪২ পিএম
ম্যাককালামকে ছেড়ে দিল বেঙ্গালুরু, গম্ভীর-ম্যাক্সয়েলকে দিল্লি

ঢাকা : আইপিএল নিলাম হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। তাঁর আগেই ফ্রাঞ্চাইজিগুলো খেলোয়াড় ধরে রেখে এবং ছেড়ে দিয়ে দল একরকম সাজিয়েই ফেলেছে। বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে যে ছেড়ে দেওয়া হচ্ছে সেটা আগেই জানা গিয়েছিল। বাকি ছিল কেবল সাকিব আল হাসান। তবে বিশ্বসেরা অলরাউন্ডারকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। বিস্ময়করভাবে দলটি ছেড়ে দিয়েছে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস এবং ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রেথওয়েটকে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে দিয়েছে টি-টোয়েন্টির বড় তারকা ব্রেন্ডন ম্যাককালামকে। শুধু তাই নয়, দিল্লি ডেয়ারডেভিলস ঘরের ছেলে গৌতম গম্ভীরের সঙ্গে ছেঁটে ফেলেছে অসি তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে।

এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলের দলগুলো কাদের ছাড়ল আর কাদের ধরে রাখল-

মুম্বাই ইন্ডিয়ান্স

যাদের ধরে রেখেছে : রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ক্রুনাল পাণ্ডিয়া, ইশান কিশান, সূর্যকুমার যাদব, মায়াঙ্ক মারকান্ডে, রাহুল চাহার, অনুকূল রায়, সিদ্ধেশ লাড, আদিত্য তারে, কুইন্টন ডি কক, এভিন লুইস, কাইরন পোলার্ড, বেন কাটিং, মিচেল ম্যাকলেনাঘান, অ্যাডাম মিলনে ও জেসন বেহেন্ডরফ।

যাদের ছেড়ে দিয়েছে : সৌরভ তিওয়ারি, প্রদীপ সাংওয়ান, মহসিন খান, মোহাম্মদ নিধেশ, শারাদ লুম্বা, তাজিন্দর সিং ডিলন, জেপি ডুমিনি, প্যাট কামিন্স, মোস্তাফিজুর রহমান ও আকিলা ধনঞ্জয়া।

সানরাইজার্স হায়দরাবাদ

যাদের ধরে রেখেছে : সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, ইউসুফ পাঠান, রশিদ খান, বিলি স্ট্যানলেক, কেন উইলিয়ামসন, মোহাম্মদ নবী, ভুবনেশ্বর কুমার, মণিশ পাণ্ডে, থাঙ্গারাসু নটরঞ্জন, রিকি ভুই, সন্দ্বীপ শর্মা, শ্রিভাস্ত গোস্বামি, সিদ্ধার্থ কৌল, খলিল আহমেদ, বাসিল আহমেদ ও দ্বীপক হুদা।

যাদের ছেড়ে দিয়েছে : শচীন বেবি, তন্ময় আগারওয়াল, ঋদ্ধিমান সাহা, ক্রিস জর্ডান, কার্লোস ব্রেথওয়েট, অ্যালেক্স হেলস, বিপুল শর্মা ও সৈয়দ মেহেদি হাসান।

রাজস্থান রয়্যালস

যাদের ধরে রেখেছে : আজিঙ্কা রাহানে, কৃষ্ণাপ্পা গোথাম, সঞ্জু স্যামসন, শ্রেয়াশ গোপাল, আরিয়ামান বিরলা, মিধুন, প্রশান্ত চোপড়া, স্টুয়ার্ট বিনি, রাহুল ত্রিপাঠি, বেন স্টোকস, স্টিভ স্মিথ, জস বাটলার, জোফ্রা আর্চার, ইশ সোধি, ধাওয়াল কুলকার্নি ও মাহিপাল লোমরর।

যাদের ছেড়ে দিয়েছে : ডি'আর্কি শর্ট, বেন লাফলিন, হেনরিখ ক্লাসেন, ড্যান প্যাটারসন, জাহির খান, দুশমন্থ চামিরা, জয়দেব উনাদকাত, অনুরিত সিং, অঙ্কিত শর্মা ও জতিন সাক্সেনা।

চেন্নাই সুপার কিংস

যাদের ধরে রেখেছে : মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসি, মুরালি বিজয়, রবিন্দ্র জাদেজা, স্যাম বিলিংস, মিচেল স্যান্টনার, ডেভিড উইলি, ডোয়াইন ব্রাভো, শেন ওয়াটসন, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির, কেদার জাদব, আম্বাতি রাইডু, হরভজন সিং, দ্বীপক চাহার, আসিফ, কর্ণ শর্মা, ধ্রুব শোরে, জগদীশন, শার্দুল ঠাকুর, মোনু কুমার ও চৈতন্য বিষ্ণ।

যাদের ছেড়ে দিয়েছে : মার্ক উড, কনিষ্ক শেঠ, শিটিজ শর্মা।

কিংস ইলেভেন পাঞ্জাব

যাদের ধরে রেখেছে : লোকেশ রাহুল, ক্রিস গেইল, অ্যান্ড্রু টাই, মায়াঙ্ক আগারওয়াল, অঙ্কিত রাজপুত, মুজিব-উর-রহমান, করুন নায়ার, ডেভিড মিলার ও রবিচন্দন অশ্বিন।

যাদের ছেড়ে দিয়েছে : অ্যারন ফিঞ্চ, অক্ষর প্যাটেল, মোহিত শর্মা, যুবরাজ সিং, বারিন্দার স্রান, বেন ডারশুয়িস, মনোজ তিওয়ারি, আকাশদ্বীপ নাথ, প্রদীপ সাহু, মায়াঙ্ক ডাগার ও মঞ্জুর দার।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

যাদের ধরে রেখেছে : বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, পার্থিব প্যাটেল, যুবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, পবন নেগি, নাথান কাল্টার নিলে, মঈন আলী, মোহাম্মদ সিরাজ, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, উমেশ যাদব, নবদ্বীপ সাইনি ও কুলওয়ান্ত খেরজ্রোলিয়া।

যাদের ছেড়ে দিয়েছে : ব্রেন্ডন ম্যাককালাম, কোরি অ্যান্ডারসন, কুইন্টন ডি কক, মন্দ্বীপ সিং, ক্রিস ওকস ও সরফরাজ খান।

কলকাতা নাইট রাইডার্স

যাদের ধরে রেখেছে : দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ক্রিস লিন, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শুবমান গিল, পিয়ুশ চাওলা, কুলদীপ যাদব, প্রাসিদ কৃষ্ণা, শিভাম মাভি, নিতিশ রানা, রিংকু সিং ও কমলেশ নাগারকোটি।

যাদের ছেড়ে দিয়েছে : মিচেল স্টার্ক, মিচেল জনসন, টম কুরান, ক্যামেরন ডেলপোর্ট, ইশাঙ্ক জাজ্ঞি, বিনয় কুমার, অপুর্ভ ওয়াঙ্খাড়ে ও জ্যাভন সার্লেস।

দিল্লী ডেয়ারডেভিলস

যাদের ধরে রেখেছে : শ্রেয়াশ আইয়ার, ঋষভ পন্থ, পৃথ্বী শ, অমিত মিশ্র, আভেশ খান, হার্শাল প্যাটেল, রাহুল তেওয়াতিয়া, জায়ান্ত যাদব, মানজোত কালরা, কলিন মুনরো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, সান্দ্বীপ লামিচানে ও ট্রেন্ট বোল্ট।

যাদের ছেড়ে দিয়েছে : গৌতম গম্ভীর, জেসন রয়, জুনিয়র ডালা, লিয়াম প্ল্যাংকেট, মোহাম্মদ শামি, সায়ান ঘোষ, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, গ্লেন ম্যাক্সওয়েল, গুরকিরাত সিং ও নোমান ওঝা।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!