• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যাচ শেষ করতে না পারায় ডি ভিলিয়ার্সের আক্ষেপ


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৯, ০৯:১২ পিএম
ম্যাচ শেষ করতে না পারায় ডি ভিলিয়ার্সের আক্ষেপ

ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথমবার বিপিএল খেলতে এসেছেন তিনি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে অভিষেকে খুব একটা খারাপ করেননি এবি ডি ভিলিয়ার্স। ২১ বলে দুই চার-ছক্কায় ৩৪ রান করেছেন। সবচেয়ে বড় কথা, টানা হারের মধ্যে থাকা রংপুর রাইডার্স জয়ের ধারায় ফিরে এসেছে।

কিন্তু ডি ভিলিয়ার্স নিজের পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি। তিনি ইঙ্গিত দিয়ে রাখলেন সামনের দিনগুলোতে বিপিএলে বোলারদের জন্য কঠিন সময়ই অপেক্ষা করছে। ডি ভিলিয়ার্স বলছেন,‘ আজ আমি বল খুব ভালো দেখেছি। উইকেটে বল পড়ে অবশ্য কিছুটা নিচু হয়ে আসছিল।’

তাসকিনের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন ডি ভিলিয়ার্স। নিজের আউট নিয়ে ক্রিকেটের সুপারম্যানের ব্যাখ্যা,‘আমি আমার আউটে বেশ অবাকই হয়েছি। ম্যাচটা শেষ করে আসতে পারলে খুব ভালো হতো। আমি সব সময়ই এমন পরিস্থিতিতে ম্যাচ শেষ করে আসতে চাই। আজও চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি হয়নি।’

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি খেলে বেড়ান ডি ভিলিয়ার্স। অভিজ্ঞতা অনেক। সেই অভিজ্ঞতাই তিনি কাজে লাগাতে চান রংপুরের আগামী ম্যাচগুলোতে, ‘আমি সারা দুনিয়ার বিভিন্ন মাঠে খেলেছি। আমার যথেষ্ট অভিজ্ঞতাই আছে যেকোনো কন্ডিশনে, উইকেটে মানিয়ে নেওয়ার। তবে আজকের ম্যাচে আমার দলের জেতাটা অনেক বড় কিছু।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!