• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ম্যাচ সেরা হয়েও হতাশ কৃঞ্চা


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২২, ২০১৯, ০৯:৪৮ পিএম
ম্যাচ সেরা হয়েও হতাশ কৃঞ্চা

ঢাকা: প্রথমবারের মতো আয়োজিত বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব-আমিরাতকে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মধ্যপ্রাচ্যের দলটিকে ২-০ গোলে হারিয়েছে স্বপ্না-মারিয়ারা।

তবে সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিক মেয়েরা। এতে খানিকটা হতাশ ম্যাচ সেরার পুরষ্কার জেতা কৃঞ্চা রানী সরকার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘বড় ব্যবধানে জয়ের লক্ষ্য ছিল আমাদের। কিন্তু দু গোলের বেশি পাইনি। তাই কিছুটা খারাপ লাগছে। অবশ্য প্রথম ম্যাচে জয় পেয়ে ভালোও লাগছে।’

এদিকে জয়ের ব্যবধান বড় না হলেও খুশি কোচ গোলাম রব্বানী ছোটন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল জয়। লক্ষ্যপূরণ হওয়ায় আমরা খুশি। জয়ের ব্যবধান বড় না হলেও আমি হতাশ নই। সামনের ম্যাচে আজকের সব ভুল সংশোধন করে মাঠে নামতে হবে মেয়েদের, আরও গোল করতে হবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!