• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা


ময়মনসিংহ প্রতিনিধি ডিসেম্বর ১৬, ২০১৯, ১২:৫৮ পিএম
ময়মনসিংহে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ময়মনসিংহ : নানা আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহে পালিত হচ্ছে মহান বিজয় দিবস । সেই সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর নগরীর পাটগুদাম এলাকায় প্রথম প্রহরে মুক্তিযুদ্বের স্মৃতি স্তম্ভ ও পুলিশ লাইন্স এ চেতনায় অম্লানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সমাজ কল্যান প্রতিমন্ত্রী শরীফ আহামেদ।

এছাড়াও বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মো মিজানুর রহমান, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিগন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শারিরিক কসরত প্রদর্শন ও অংশ গ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সোনালীনিউজ/এমআর/এএস

Wordbridge School
Link copied!