• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহের হর্কাস মার্কেটে মাতাল আগুনের নৃত্য


মো: গোলাম মোস্তফা (দুঃখু ) জুন ৮, ২০১৮, ০২:৪৫ পিএম
ময়মনসিংহের হর্কাস মার্কেটে মাতাল আগুনের নৃত্য

ঈদ হবে ঘরে ঘরে,
আসবে সবাই মার্কেটে ।
দেখবে জামা লাল শাড়ী,
সাথে ছোট কালো টিপ ।

দোকান সেজেছে নতুন করে,
মালিক বসেছে ক্যাশের কাছে ।
আপা কি লাগবে ?
ঈদের কালেকশন হকার্স মার্কেট ।

মামা মার্কেটে আগুন লেগেছে !
চার পাশ কালো অন্ধকার ।
চলেন বের হই,
না হলে জীবন যাবে আগুনে ।

ময়মনসিংহের আকাশে কান্নার সুর,
ওদের স্বপ্নের বুকে আগুনের নৃত্য ।

সবার বুকে কষ্টের ব্যাথা ,
ঈদের আগে কালো মেঘ!
কেড়ে নিলো সুখের হাসি ।

ওরা বাঁচবে কি করে!
ওদের আশা আগুনের মাঝে।
জ্বলছে  আর মাতালের মতো,
চার পাশ ছাই করে দিচ্ছে ।

কিছুক্ষণ আগেও ছিলো হাজারো স্বপ্ন ,
এখন স্বপ্ন নেই ।
আগুন মাতাল শেষ করে দিলো,
সুখের সংসারে বিষের ব্যথা ।

ময়মনসিংহের হর্কাস মার্কেটে ,
মাতাল আগুনের নৃত্য ।

ঈদের আগে সুখের চাবিতে আগুন,
কষ্টের রাজা এসেছে দোকানে ।
কি করে আবার,
ফিরে পাবে প্রাণের দোকান ।

হাজার দোকানের কোটি টাকা হলো ছাই,
দেহের শক্তি হারিয়ে গেছে ।
প্রিয় দোকানের সাজ দেখে,
ওরা মালিক ওরা অসহায় ।

মহান সৃষ্টি কর্তা,
ওদের প্রতি সহায় হোন।
ঈদের মাঝে একটু সুখ দিন,
অসহায় দোকান মালিকদের ।

ওরা কারো মালিক।
ওরা কারো বাবা-মা,
ওরা কারো ভাই বোন।
ওরা কারো স্বামী-স্ত্রী,
ওরা কারো সন্তান।

ঈদের আনন্দ সবার মাঝে,
ফিরে আসুক ব্যথার মাঝে ।

ময়মনসিংহের হর্কাস মার্কেট,
ফিরে পাক আগের রুপ ।

লেখক:বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট  সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী,চট্টগ্রাম

Wordbridge School
Link copied!