• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
বুড়িগঙ্গায় লঞ্চডুবি

ময়ূর-২ এর মাস্টার গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৩, ২০২০, ১০:৫৯ এএম
ময়ূর-২ এর মাস্টার গ্রেফতার

ঢাকা : বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় দায়ের করা মামলায় এমভি ময়ূর-২ এর মাস্টার আবুল বাশার মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করেন র‌্যাব-১০ এর সদস‌্যরা। র‌্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সুজয় সরকার এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

সুজয় সরকার জানান, আজ বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

প্রসঙ্গত, গত ২৯ জুন মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ছোট লঞ্চ মর্নিং বার্ড। সদরঘাটে ভেড়ানোর আগে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চ মর্নিং বার্ডকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

৩০ জুন রাতে নৌ পুলিশের সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে এমভি ময়ূর-২ লঞ্চের মালিকসহ সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন-এমভি ময়ূর-২ এর মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ (৩৩), মাস্টার আবুল বাশার মোল্লা (৬৫), জাকির হোসেন (৩৯), ইঞ্জিন চালক শিপন হাওলাদার (৪৫), চালক শাকিল হোসেন (২৮), সুকানি নাসির মৃধা (৪০) ও সুকানি হৃদয় (২৪)।
 
সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!