• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘যখন কারো কেউ থাকে না, তার সঙ্গে আল্লাহ আছে’


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২২, ২০১৯, ০১:২৭ এএম
‘যখন কারো কেউ থাকে না, তার সঙ্গে আল্লাহ আছে’

ঢাকা : চলতি বছরের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু'টি মসজিদে হামলায় মারা গেছে মরিয়মের ভাই এবং বাবা-মা। তার পরেও মরিয়ম ওই হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন। মরিয়মের বিশ্বাস, হামলাকারী নিজের ভুল বুঝতে পেরে একদিন অনুশোচনায় ভুগবে

মরিয়ম বলেন, এই পৃথিবীতে সত্যিকারার্থে আমার আপন বলতে আর কেউ নেই। ভাই, বাবা-মা মারা গেছেন। আমার পুরো পরিবার শেষ করে দিয়েছে ওই হামলাকারী।

তিনি আরো বলেন, তবে আমি বিশ্বাস করি যে, যখন কারো কেউ থাকে না, তার সঙ্গে আল্লাহ আছে।

গত চার বছর ধরে নিউজিল্যান্ডে বসবাস করছেন মরিয়ম। চার বছর আগে পাকিস্তান ছেড়ে সে দেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। সম্প্রতি তার বাবা-মা নিউজিল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন। কয়েকদিনের মধ্যেই সেখান থেকে তাদের পাকিস্তানে ফিরে যাওয়ার কথা ছিল।

মরিয়ম বলেন, বাবা-মা যে এভাবে হামলার শিকার হবে , সেটা কেউ ভাবতেই পারিনি। এই পৃথিবীতে মা-বাবা আর ভাই ছাড়া যার কেউ নেই, সেই তারাই মারা গেলে কারো কী ধরনের পরিস্থিতি ঘটতে পারে, এটা ভাবনারও বাইরে ছিল। এখন সেই পরিস্থিতিতে পড়েছি নিজেই।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!