• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ত্রাণ বিতরণকালে দূর্যোগ প্রতিমন্ত্রী

যত ত্রাণ চাওয়া হবে তত ত্রাণ দেওয়া হবে


জেলা প্রতিনিধি জুলাই ১৭, ২০১৯, ০৮:৩৩ পিএম
যত ত্রাণ চাওয়া হবে তত ত্রাণ দেওয়া হবে

মৌলভীবাজার: ‌‌‘যত ত্রাণের জন্য বলা হবে জনগণের জন্য তত ত্রাণ দেওয়া হবে। বন্যা দূর্গতদের মাঝে ৬৫০ মেট্টিক টন চাল, নগদ সাড়ে ৯ লাখ টাকা ও ৭ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।’ বলেছেন ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান। 

বুধবার (১৭ জুলাই) দুপুরে  মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

দূর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘দূর্যোগ সহনীয় পাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে বন্যা দূর্গতদের। যাতে দুটি রুম থাকবে। বন্যা দূর্গতদের মাঝে আগামী ঈদে ১৫ কেজি চাল দেওয়া হবে। বন্যাদূর্গত এলাকার শিশুদের জন্য ও গৃহপালিত গবাদিপশু রক্ষণাবেক্ষণে জন্য টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

মৌলভীবাজারে বন্যা দূর্গতদের মাঝে বিতরণের জন্য নতুন করে ২শ মেট্টিক টন চাল বরাদ্দের ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, ‘বন্যা দূর্গতরা ত্রাণ পাচ্ছে না এটা ঠিক নয়। ত্রাণের কোন অপ্রতুলতা নেই। বরাদ্দের ২শ মেট্টিক টন চাল এখনও রয়েছে।’

এদিকে, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম বলেন, ‘বন্যা প্রতিবছর বাংলাদেশে হয়। উজান থেকে আসা পানিতে বাংলাদেশের কয়েকটি জেলার কিছু অংশ প্লাবিত হয়। বন্যা যতদিন বন্যা থাকবে ততদিন ত্রাণ দেওয়া হবে। বাংলাদেশের কোথাও ত্রাণের সংকট হয় না ‘

তিনি আরো বলেন, ‘মনু নদী প্রকল্পে বরাদ্ধের জন্য ১হাজার ২ কোটি টাকা বরাদ্দের জন্য একনেকে তুলা হবে। এ বছর মনু নদী প্রকল্পের কাজ শুরু হবে। কুশিয়ারা নদীর ৪শত ৯৪ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হবে। ২০১৯ সালের মধ্যেই কুশিয়ারা নদীর কাজ শেষ হবে।’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!