• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যথাযোগ্য মর্যাদায় ভাসানীকে স্মরণ


ফরমান শেখ, টাঙ্গাইল প্রতিনিধি নভেম্বর ১৭, ২০১৮, ০২:৫২ পিএম
যথাযোগ্য মর্যাদায় ভাসানীকে স্মরণ

ছবি: সোনালীনিউজ

টাঙ্গাইল : আজ ১৭ নভেম্বর। এই দিনে মৃত্যুবরণ করেন জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তাঁর আজ ৪২তম মৃত্যুবার্ষিকী। নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় অসংখ্য মুরিদান ভক্তদের কণ্ঠে যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী শ্লোগানে মুখরিত হয়ে উঠে মজলুম জননেতার সমাধিস্থল টাঙ্গাইলের সন্তোষে মাজার প্রাঙ্গণ চত্বরে।

আজ শনিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭.৩০টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আলাউদ্দিন ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে নানা আয়োজনে কর্মসূচি উদ্বোধন করেন।

এরপর জেলা আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর পরিবার, বিএনপি, জাতীয় পার্টি ও টাঙ্গাইল প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দেশি-বিদেশি অসংখ্য ভক্ত মুরিদান ও সর্বস্তরের জনতা মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারো দেয়াল পত্রিকা প্রকাশ, ওরশ, গণভোজসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মাওলানা ভাসানীর আপসহীন ভূমিকাকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!