• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের জানাজা সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৪, ২০২০, ০২:৩৮ পিএম
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের জানাজা সম্পন্ন

ঢাকা: বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বাদ জোহর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হয়। তার জানাজায় অংশ নেন শুভাকাঙ্খী, পরিবারের সদস্যসহ  তার প্রতিষ্ঠানের কর্মীরা।

পরে রণাঙ্গণের এই যোদ্ধাকে দেয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার। জানাজার আগে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার মরদেহতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এর আগে সকাল ১১ টার পরে নুরুল ইসলাম বাবুলের মরদেহ যমুনা ফিউচার পার্কে আনা হয়। এসময় একমাত্র অভিভাবককে শেষ বারের মত দেখতে এসে কান্নায় ভেঙ্গে পরেন পরিবারের সদস্যরা। কেউ জেনো বিশ্বাসই করতে পারছেন না আজীবন উন্নয়নের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম আর নেই।

বেলা ১২ টার দিকে নিজের কর্মস্থল ফিউচারপার্ক প্রাঙ্গনে প্রয়াত শিল্পপতির গোসল সম্পন্ন হয়। আল মারকাজুল ইসলামের তত্ত্বাবধানে গোসলে অংশ নেন পরিবারের সদ্যসরাও। পরিবারের সদস্যরা শিল্পপতি নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত ১৪ জুন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম। ১০ জনের মেডিকেল বোর্ডের অধীনে চলছিলো তার চিকিৎসা। সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল ইসলাম। সমাপ্তি ঘটে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য জগতের এক বর্ণিল অধ্যায়ের।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!