• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে কিশোর উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে নিহত ৩


যশোর প্রতিনিধি আগস্ট ১৩, ২০২০, ০৮:৩২ পিএম
যশোরে কিশোর উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে নিহত ৩

ফাইল ছবি

যশোর: যশোরে কিশোর সংশোধনাগারে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে সংশোধনাগারের প্রশিক্ষক মুশফিক জানান, কয়েকদিন আগে সংশোধনাগারে কিশোরদের দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনার জের ধরে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার পর থেকেই সংঘর্ষের সূত্রপাত। বাঁশ, লাঠি-সোটা এবং পরিত্যক্ত জিনিজপত্র নিয়ে তারা সংঘর্ষে জড়ায়। 

ঘটনার পর নাইম নামে ১৫ বছরের এক কিশোরকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে কর্তৃপক্ষ। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক অমিয় দাস জানান, তার গায়ে আঘাতের চিহ্ন ছিল। তবে কি কারণে মারা গেছে, তা পোস্টমর্টেমের পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনার এক ঘণ্টা পর কিশোর সংশোধনাগারের একটা গাড়িতে ১৬/১৭ বছরের আরেক কিশোরকে হাসপাতালে নিয়ে এসে জরুরি বিভাগে ফেলে রেখে দ্রুত চলে যায় গাড়িটি। ডাকেও মৃত অবস্থায় পান চিকিৎসকরা।

যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান কিশোর নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি কিশোর উন্নয়ন কেন্দ্রের দিকে যাচ্ছি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!