• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘যুক্তরাষ্ট্র থেকে ৩২ পর্যবেক্ষক আসবেন বাংলাদেশে’


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০১৮, ০৪:৪২ পিএম
‘যুক্তরাষ্ট্র থেকে ৩২ পর্যবেক্ষক আসবেন বাংলাদেশে’

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে আসন্ন একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এ সময় যুক্তরাষ্ট্র থেকে ৩২ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবে বলে জানান মিলার।

সোমবার (১৭ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলারের সঙ্গে আগামী সাধারণ নির্বাচন ছাড়াও রোহিঙ্গা সমস্যা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

এর আগে গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেও একই কথা বলেছিলেন মার্কিন রাষ্ট্রদূত।

প্রধানমন্ত্রীকে মিলার জানান, আগামী সাধারণ নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে ৩২ জন পর্যবেক্ষক আসবেন বাংলাদেশে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!