• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখের কাছাকাছি


আন্তর্জাতিক ডেস্ক মে ২৬, ২০২০, ০৮:২৪ পিএম
যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখের কাছাকাছি

ঢাকা: করোনা ভাইরাস বিপর্যয় সবচেয়ে বেশি যে দেশে তাণ্ডব চালিয়েছে, সেই যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু সংখ্যা লাখ ছাড়িয়ে যাচ্ছে। জনস হপকিন্স বলছে, দেশটিতে বর্তমানে মোট মৃত্যু ৯৮ হাজার ২২৩। আর ওয়ার্ল্ডোমিটার বলছে, ৯৯ হাজার ৮১৩ মৃত্যু। অর্থাৎ লাখ ছুঁই ছুঁই অবস্থা।

মঙ্গলবার (২৬ মে) জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৬২ হাজার ৭৬৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন তিন লাখ ৭৯ হাজার ১৫৭ জন।

আর ওয়ার্ল্ডোমিটার বলছে, গত ২৪ ঘণ্টায় আরও ৫০৫ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে মোট মৃত্যু ৯৯ হাজার ৮১৩। এছাড়া নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ছয় হাজার ২২৬। এরমধ্যে আবার সুস্থ হয়েছেন চার লাখ ৬৪ হাজার ৭২৮ জন।

ন্যাশনাল মেমোরিয়াল ডে আয়োজনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মৃত সংখ্যা কমতে শুরু করায় করোনা ভাইরাস জয়ের পথে আমরা। শিগগিরই জয় করব সে প্রত্যাশা আমাদের। যদিও দেশটিতে এখনও ৫০৫ মৃত্যু ২৪ ঘণ্টা হিসেবে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!