• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুবলীগকর্মী হত্যার প্রধান আসামি সোহেল ‘বন্দুকযুদ্ধে’ নিহত


চট্টগ্রাম প্রতিনিধি জুন ২৭, ২০২০, ১২:১৪ পিএম
যুবলীগকর্মী হত্যার প্রধান আসামি সোহেল ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোহেল বারদোনা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত সোহেল যুবলীগকর্মী মোসাদ্দেকুর রহমান হত্যা মামলার প্রধান আসামি। তিনি বারদোনা ৭ নম্বর ওয়ার্ড আদর্শপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

শনিবার (২৭ জুন) ভোরে সাতকানিয়া উপজেলার গারাংগিয়া মাদ্রাসার পশ্চিম পাশে কোতোয়াল দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার এএসআই মোবারক জানান, গত ২২ জুন বিকালে সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকায় মোসাদ্দেক ও তার ছোট ভাই ফয়সালসহ মাদক নির্মূল কমিটির আরও কয়েকজন মিলে স্থানীয় মাদক ব্যবসায়ী সোহেলের কর্মকাণ্ডের প্রতিবাদ করেন।

এসময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল অতর্কিতভাবে মোসাদ্দেক ও ফয়সালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় খুন হন যুবলীগকর্মী মোসাদ্দেকুর রহমান। এ সময় মোসাদ্দেকুর রহমানের ভাই ফয়সালুর রহমানকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন সোহেল।

তবে শুক্রবার বন্দুকযুদ্ধে সোহেল নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন অস্ত্র, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করার কথা জানিয়েছে।

পুলিশের দাবি, এতে সাতকানিয়া থানার ৫ পুলিশ আহত হয়েছে। নিহত সোহেলের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!