• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যে কারণে বার্জার পেইন্টসের আয় কমেছে ৭৯ শতাংশ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৩, ২০২০, ০৬:১৮ পিএম
যে কারণে বার্জার পেইন্টসের আয় কমেছে ৭৯ শতাংশ

ফাইল ছবি

ঢাকা: ‍শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চলতি অর্থবছরের তিন মাসে (এপ্রিল-জুন’২০) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ৭৯ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির দেয়া তথ্যমতে, ৩ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১১.১২ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ৮.৮০ টাকা বা ৭৯ শতাংশ কমেছে।

দেশের রং’এর বাজারে শীর্ষ স্থানে থাকা এ কোম্পানিটির আয়ে বড় ধরনের পতনের কারন সম্পর্কে কোম্পনিটি জানায়, উক্ত প্রান্তিকে করোনা মহামারীর কারনে এপ্রিল ও মে মাসে দেশজুড়ে অঘোষিত লকডাউন থাকে। এরফলে কোম্পানিটির বিক্রয় কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ থাকে। বিক্রি কম হওয়ায় বহুজাতিক এ কোম্পানিটির আয়ে বড় ধরনে পতন হয় বলে জানা গেছে।

২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৬.৫২ টাকায়।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে বার্জার পেইন্টসের প্রতিটি শেয়ার ১৩৫৬.৭০ টাকায় লেনদেন হয়। বিদায়ী বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৯৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে।

সোনালীনিউজ/এলএ/এমএএইচ

Wordbridge School
Link copied!