• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যে কারণে মঞ্চ থেকে চেয়ার নামালেন মন্ত্রী


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০১৭, ০১:১০ পিএম
যে কারণে মঞ্চ থেকে চেয়ার নামালেন মন্ত্রী

ছবি: সংগৃহিত

ঢাকা: চমকপ্রদ কিছু কাজের জন্য বরাবরই আলোচনায় থাকেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। এবারও তেমনি একটি কাজ করেছেন রাজধানীর গাবতলীতে বিআর‌টি‌সির বাস ডি‌পো উদ্বোধন কালে।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় বিআরটিসির ডিপো উদ্বোধন করতে গিয়ে উদ্বোধ‌নের সাড়ম্বর আ‌য়োজন আর দীর্ঘ বক্তৃতা এ‌ড়ি‌য়ে যান। 

সেখানে পৌঁছেই উদ্বোধ‌নের বিশাল মঞ্চ দে‌খে স‌রে যান। বা‌সের কাছে গি‌য়ে বেলুন উ‌ড়িয়ে দি‌য়ে ‌ব‌লেন, উদ্বোধন হ‌য়ে‌ছে। এসব মঞ্চ আ‌য়োজন ক‌রে দে‌শের ক্ষ‌তি হয়। প‌রে বক্তৃতার ম‌ঞ্চে গে‌লেও ৪টি চেয়ার রে‌খে বা‌কিগু‌লো না‌মি‌য়ে দেন।

এক‌টি চেয়া‌রে মন্ত্রী নিজে বসেন। দুপা‌শের দু‌টি চেয়া‌রে মন্ত্রণাল‌য়ের স‌চিব ও বিআর‌টি‌সি চেয়ারম্যান‌কে বস‌তে দেন। পরে এসে অবশ্য আরেক‌টি চেয়া‌রে ব‌সেন স্থানীয় সংসদ সদস্য (ঢাকা-১৪) আসলামুল হক।  

ত‌বে এম‌পি আসতে দে‌রি করায় মন্ত্রী তার বক্তব্য দি‌য়ে চ‌লে যান। বক্তব্য শেষে স্থানীয় এমপিকে তিনি বলেন, অনুষ্ঠানে আসতে দেরি করো কেনো।

মন্ত্রীর বক্তব্য চলাকা‌লে স্থানীয় একজন নারী কাউ‌ন্সিলর মঞ্চে গি‌য়ে বস‌তে উঁ‌কি ঝুঁ‌কি দি‌লেও তা‌কে ম‌ঞ্চে তোলা হয় নি।

এ সময় বক্ত‌ব্যে মন্ত্রী ব‌লেন, ‌বিআর‌টি‌সির দুর্নীতি ও অনিয়ম পর্যায়ক্রমে ক‌মি‌য়ে আন‌তে হ‌বে। রাতারা‌তি প‌রিবর্তন সম্ভব নয়। বিআর‌টি‌সির বর্তমান নতুন চেয়ারম্যান চেষ্টা কর‌ছেন, আর মন্ত্রণাল‌য়ের নতুন স‌চিবও দুর্নীতি থে‌কে মুক্ত।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!