• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যে কারণে সহ.প্রধান শিক্ষক চান না সহকারীরা


সোনালীনিউজ ডেস্ক নভেম্বর ৫, ২০১৯, ০২:০৫ পিএম
যে কারণে সহ.প্রধান শিক্ষক চান না সহকারীরা

আমাদের মাথামোটা উর্ধ্বতন কতৃপক্ষের একঘেয়েমি সিদ্ধান্তে সহ.প্রধান শিক্ষক পদ সৃষ্টিতে সৃষ্ট ভবিতব্য সমস্যা তুলে ধরা হল-

প্রথমত প্রাথমিকে শিক্ষক +দপ্তরী মিলে ৭/৮ পোস্ট।কোন কোন স্কুলে ৩/৪ জন আবার কোথাও প্রয়োজনের চেয়ে বেশি।কিছু কিছু স্কুল আছে যেখানে ভারপ্রাপ্ত /চ.দা শিক্ষক রয়েছেন। যারা কতিপয় (সকলকে বলছি না)প্রধান শিক্ষকের ন্যায় ভাব ধরে অফিস অফিস বলে দু-একটা ক্লাস নেওয়া তো দূরের কথা বেশিরভাগ সময় দেন বাড়ি অথবা চায়ের স্টলে!
এখন বুঝেন প্রধান শিক্ষক +সহ.প্রধান শিক্ষক হলে দুইটা পোস্ট+দুইজন শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষাদানে বিরত থাকছে।যে সকল স্কুলে শিক্ষক সংকট সেখানে বাকী১/২ জন কেমনভাবে মানসম্মত শিক্ষা প্রদান করবে।হ্যা প্রাথমিকে স্টাফ যদি ১৫-২০ জন থাকত তবে করা যেত।

সুতরাং আমার প্রশ্ন সহ.প্রধান শিক্ষক পদ সৃষ্টি করে চার সতীনের ঘর সৃষ্টি করছেন না তো?

(ফেসবুক থেকে নেওয়া)

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!