• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যে ৬ আমলের কথা বলেছিলেন আল্লামা শফি


ধর্মচিন্তা ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০২০, ০৪:১৭ পিএম
যে ৬ আমলের কথা বলেছিলেন আল্লামা শফি

ঢাকা: তাসবিহ হলো মহান আল্লাহর প্রশংসা বা গুণগান। আল্লাহ তাআলা কুরআনুল কারিমের একাধিক স্থানে জিকির এবং তাসবিহ-এর কথা বলেছেন। কুরআনুল কারিমের একটি আয়াতের উদ্বৃতি দিয়ে আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি এক বয়ানে তাসবিহাতে সিত্তা বা ৬ তাসবিহ-এর আমলের কথা তুলে ধরেছিলেন।

কেননা মহান আল্লাহ তাআলা ঈমানদারদের উদ্দেশ্যে কুরআনুল কারিমে জিকির ও তাসবিহ-এর আমল করার কথা বলেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ঘোষণা দেন-
হে ঈমানদাররা! তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর। আর সকাল-বিকাল আল্লাহর পবিত্রতা (তাসবিহ) বর্ণনা কর।' (সুরা আহজাব : আয়াত ৪২-৪৩)

এ আয়াতের অনুসরণে আল্লামা শফী রাহমাতুল্লাহি আলাইহি আমলি জীবন-যাপনে তাসবিহাতে সিত্তা তথা ৬ তাসবিহ সকাল-বিকাল ১০০ বার করে পড়ার উপদেশ দিয়েছিলেন। তাহলো-
- سُبْحَان الله : সুবহানাল্লাহ।

- اَلْحَمْدُ لله : আলহামদুলিল্লাহ।

- اللهُ اَكْبَر : আল্লাহু আকবার।

- لَا اِلَهَ اِلَّا الله : লা ইলাহা ইল্লাল্লাহ।

- اَسْتَغْفِرُ اللهَ الَّذِىْ لَا اِلَهَ اِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْم وَ اَتُوْبُ اِلَيْهِ
আসতাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি।

- اَللَّهُمَّ صَلِّى عَلَى مُحَمَّدٍ وَ عَلَى اَلِ مُحَمَّد بِعَدَدِ كُلِّ شَيْئٍ مَعْلُوْمٍ لَكَ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি শাইয়িন মালুমিন লাকা।
অর্থাৎ হে আল্লাহ! আপনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর পরিবার-পরিজনের উপর রহমত নাজিল করুন। যত সংখ্যা আপনার জানা আছে সে সংখ্যা পরিমাণ।

সুতরাং যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে এবং সকাল-বিকাল তার তাসবিহ বা প্রশংসা করবে, আল্লাহ তাআলা ও ফেরেশতারা জিকির ও তাসবিহ পাঠকারী বান্দার জন্য রহমত ও সম্মানজনক অভিবাদন জানানোর ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন-
'তিনিই তোমাদের অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য তোমাদের প্রতি রহমত করেন এবং তাঁর ফেরেশতাগণও রহমতের দোয়া করেন। তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। যেদিন আল্লাহর সঙ্গে মিলিত হবে, সেদিন তাদের অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্যে সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন।' (সুরা আহজাব : আয়াত ৪৩-৪৪)

সকাল-সন্ধ্যা তথা অবসরে নিয়মিত এ তাসবিহ, ইসতেগফার ও দরূদ পড়লে কুরআনে ঘোষিত নেয়ামত লাভে ধন্য হবে মুমিন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকাল-সন্ধ্যা ও অবসরে তাসবিহাতে সিত্তা তথা ৬ তাসবিহ-এর আমল করার তাওফিক দান করুন। আমিন।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!