• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যেকোনো প্রান্তে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনা হবে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২০, ০৫:১৯ পিএম
যেকোনো প্রান্তে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনা হবে

ফাইল ছবি

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনা হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আটকে পড়া প্রবাসীদের ফেরত আনা প্রসঙ্গে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা জানান তিনি।

তিনি বলেন, করোনাভাইরাস সংকটে বিশ্বের যেকোনো প্রান্তে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনব আমরা। তবে ভারতে আটকা পড়া বাংলাদেশিদের এখনই ফেরত আনা যাচ্ছে না বলে জানান ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে আগামী ১৪ এপ্রিল লকডাউন চলবে। তাই সে দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে সমস্যা হচ্ছে।

তিনি আরো বলেন, প্রবাসীরা আমাদের দেশের সম্পদ। প্রবাসীদের যে দুর্দশা সৃষ্টি হয়েছে সরকার তা লাঘব করার চেষ্টা করবে। বিশ্বের বিভিন্ন দেশের সরকার আমাদের প্রবাসীদের সাহায্য করছে, আমাদের মিশনগুলোকে সাহায্য করছে। আমরা তাদের ধন্যবাদ জানিয়ে চিঠি লিখব।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু দেশ আমাদের দেশে মেডিকেল টিম পাঠাতে চায়। সে সম্পর্কে এ বৈঠকে আলোচনা হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!