• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যেভাবে করোনামুক্ত রাখবেন আপনার স্মার্টফোন


তথ্যপ্রযুক্তি ডেস্ক মার্চ ১৮, ২০২০, ০৩:৩৫ পিএম
যেভাবে করোনামুক্ত রাখবেন আপনার স্মার্টফোন

ঢাকা: ঘন ঘন হাত ধোওয়া হলেও প্রতিবার মুঠোফোন ছোঁয়ার পর হাত পরিষ্কার করা সম্ভব হয় না। করোনা ভাইরাস হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়, আর আমাদের হাতের মুঠোয় ফোনটি থাকে প্রায় সবসময়ই। তাই হাতের পাশাপাশি ফোনটিকেও রাখতে হবে পরিষ্কার ও জীবাণুমুক্ত।
 
ভারতের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামীর মতে, যেসব জড়বস্তুর গায়ে ড্রপলেট লেগে থাকতে পারে ও তা থেকে হাতে হাতে করোনা ছড়াতে পারে, তাদের বলে ফুমাইট।

পোরাস ও নন পোরাস এই দুই রকমের ফুমাইট হয়। পোরাস হচ্ছে ছিদ্রযুক্ত জড়বস্তু যেমন তোয়ালে, গামছা ইত্যাদি। নন পোরাস হল চেয়ার-টেবিলের মতো নিরেট জড়বস্তু। মোবাইল সেই নন পোরাস ফুমাইটের অন্যতম। তাই এগুলোকে বিশেষ কয়েকটা উপায়ে পরিষ্কার রাখুন।

মোবাইল পরিষ্কার করুন প্রতিদিন। অ্যালকোহল মেশানো হ্যান্ডওয়াশ বা বাজারচলতি ব্যাকটেরিয়ারোধী লোশন মেশানো পানিতে নরম কোনও কাপড় ভিজিয়ে তা দিয়ে মোবাইলের চারপাশে এমনভাবে মুছে নিন যাতে এতে পানি না ঢোকে।

* খুব প্রয়োজন না হলে ব্যাগ থেকে মোবাইল বের না করাই ভালো।
* মোবাইলের কোণাগুলো সাফ করতে সরু কটন বাডস ব্যবহার করুন।
* মোবাইলের কেস বা কভারকে আলাদা করে সাবান পানিতে ধুয়ে নিন।
তথ্য: আনন্দবাজার পত্রিকা

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!