• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যেসব শহরে নারী-পুরুষ প্যান্ট খুলে ট্রেনে ওঠে!


নিউজ ডেস্ক মার্চ ২৬, ২০১৯, ০২:৪৩ পিএম
যেসব শহরে নারী-পুরুষ প্যান্ট খুলে ট্রেনে ওঠে!

ঢাকা : বিশ্বের বড় বড় শহরে টিউব রেল বা মেট্রো রেলে ভ্রমণ অনেক জনপ্রিয়। শহরের সব যানজট ও কলহ থেকে বাঁচে নিরাপদ ভ্রমণের মাধ্যম এটি। যার ফলে দিন দিন এর চাহিদা বাড়ছেই। আমাদের মতো দেশেও এখন মেট্রো রেলে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তবে নিউ ইয়র্ক বা বার্লিনের মতো নগরীতে অনেক আগেই চালু হয়েছে মেট্রো রেল।

তবে অদ্ভূত একটি ব্যাপার হলো মেট্রো রেলেই উঠলেই খুলতে হয় পরনের প্যান বা ট্রাউজার! হ্যাঁ এটাই ঠিক।‘নো প্যান্টস সাবওয়ে রাইড’ নামের একটি বিশেষ উদ্যোগে সামিল হতে চাইলে যাত্রীদের ট্রাউজার খুলে টিউব রেল বা মেট্রো রেলে যাত্রা করতে হয়।

২০০২ সালে নিউ ইয়র্কে প্রথম চালু হয়েছিল এই ‘নো প্যান্ট সাবওয়ে রাইড’। সেখানকার একটি কমেডি পারফরম্যান্স আর্ট গ্রুপ ‘ইমপ্রুভ এভরিহয়্যার’ উদ্যোগে এই ‘নো প্যান্ট সাবওয়ে রাইড’-এর সূচনা হয়। ‘ইমপ্রুভ এভরিহয়্যার’-এর এই উদ্যোগে সে বছর প্রায় ১৫০ জন অংশ নিয়েছিলেন এই কর্মসূচিতে।

এই উদ্যোগের উদ্দেশ্য ছিল নিত্যযাত্রীদের দৈনন্দিন জীবনের একঘেয়ে পরিস্থিতি থেকে বের করে কিছু ক্ষণের জন্য একটু চমক দেওয়া, একটু হাসি-ঠাট্টার রসদ যোগানো। এর পর থেকেই সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় হয়ে ওঠে এই ‘নো প্যান্ট সাবওয়ে রাইড’-এর ভাবনা।

বর্তমানে বার্লিন, বস্টন, প্রাগ, পোল্যান্ড, ফিলাডেলফিয়া-সহ বিশ্বের প্রায় ১২টি দেশে পালিত হয় এই ‘নো প্যান্ট সাবওয়ে রাইড’ কর্মসূচি। ২০১৬ সালে এই কর্মসূচিতে যোগ দিয়েছে মস্কোও।

মানুষকে নিখাদ আনন্দ দেয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলেও কিছু সামাজিক ও মানবিক দায়িত্বও পালন করা হয় এই এই ‘নো প্যান্ট সাবওয়ে রাইড’-এর মাধ্যমে। যেমন ফিলাডেলফিয়ায় ‘নো প্যান্ট সাবওয়ে রাইড’-এ অংশগ্রহণকারীরা একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে নিজেদের ট্রাউজার খুলে ফেলেন। পরে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ওই ট্রাউজারগুলি দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়। সূত্র : জি নিউজ

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!