• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যৌবন নদীতে


মোঃ গোলাম মোস্তফা (দুঃখু ) মে ৫, ২০১৮, ১২:১১ পিএম
যৌবন নদীতে

এইতো সেই দিন দেখা,
রাস্তার পাশে কোন এক ঘটনায় ।
আমি জানি তুমি আগের মতো নেই,
কোন শব্দ যেমন আগের মতো থাকে না ।
তোমার আকাশ - তোমার না বলা কথা ,
আজ কারো জন্য অপেক্ষা করে না ।

আমি তোমাকে সবসময় কিছু বলতে চাইতাম,
কোন এক না বলা দেশের কারনে বলা হয়নি  ।
কখনো হয়তো আমি আর বলতে পারবো না,
সেই দেশ যে জীবন নাম ঘরে আর আসবে না ।

এত কষ্ট কেন আমি পাই !
যেখানে তুমি যৌবন নদীতে  
নিজের জীবনের কিছু কথা
আর মনে রাখোনি ।

আমার কষ্ট হয় দিনের আলোতে ।
আমার চোখের জ্বালা হয় !
তোমার ছবির ছায়ার জন্য,
যখন আমার দৃষ্টিকে বলে এইতো আমি ।

আমি কেন পারি না তোমার ছবি ভুলতে,
আমায় বাঁচার সবটুকু নিয়ে ভালো আছোতো !
আমি ভালো নেই তোমার না বলার কথার কারনে ।
এইতো সেদিন তুমি আর পাশে একটি ছায়া,
আমি দেখতে পাই এক বেদনার সাগরে ।

তোমার মনে আছে সবুজ রেল লাইনের কথা ?
এক পা ,দু পা দিয়ে আলতো মায়া করে,
পাশে এসে বলতে তুমি পারবে তো !
আমার জীবন রেল গাড়ীতে চড়তে ।

আজ আমি সেই জীবন রেল গাড়ীর জন্য,
সবুজ রেল স্টেশনের পাশে।
মাঝে মাঝে নীরব কান্না করি,
তোমার না বলার শব্দের জন্য ।

এইতো সেদিন তোমাকে দেখলাম,
মায়া দেহ নিয়ে বসে আছো জানালার পাশে ।
ডাকবো বলে দাঁড়িয়ে ছিলাম,
চোখের পাতায় হঠাৎ করে !
পাশে বসে থাকা কেউ,
সেই আবারো না বলা শব্দ আমাকে কষ্ট দেয় ।

তোমার দেহে রুগ্ন হাল আগে ছিলো না তো,
এত সুখের বাগানে থেকে একি করেছো দেহের  !
মনের জানালার পাশে বসে তুমি বলতে,
আমি হবো দেখার মতো এক মহান মানুষ !
আজ তুমি মহান হয়েছো বটে  ।
চোখে পানির সাগরে তোমাকে নিয়ে,
আমার না বলার শব্দের দেশে ভালো থাকতে চাই ।

এমন ব্যথার ঘরে আমাকে থাকতে দাও,
আমি যে তোমার সুখের আকাশে ।
ভালোবাসার রাষ্ট্র তৈরী করেছি,
আমার ভালোবাসার দেশ
তোমার না বলার শব্দ ।

লেখক: বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী,চট্টগ্রাম।

Wordbridge School
Link copied!