• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরকেই সেরা বলছেন আরাফাত সানি


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০১৯, ১২:৩২ এএম
রংপুরকেই সেরা বলছেন আরাফাত সানি

ঢাকা: সুদীর্ঘ সময় পর জাতীয় দলে ডাক পেয়ে ভারত সফরে গিয়েছিলেন আরাফাত সানি। কিন্তু একটি ম্যাচেও খেলার সৌভাগ্য হয়নি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমারকে নজরে রেখেছেন নির্বাচকরা। এবার সানি বিপিএলে খেলবেন রংপুর রেঞ্জার্সে। দলটির হয়ে তাসকিন, মোস্তাফিজ, নাইম শেখদের পাশাপাশি ক্যামেরুন ডেলপোর্ট, মোহাম্মদ নবীদের নিয়ে গড়া দলকে সেরাই মানছেন সানি।

মিরপুর একাডেমি মাঠে চলছে বঙ্গবন্ধু বিপিএলের দলগুলোর জোর অনুশীলন। শেষ মুহুর্তের প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছে ক্রিকেটাররা। শুক্রবার (৬ ডিসেম্বর) অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সানি নিজের দল নিয়ে বলেন, ‘আমার কাছে আমার টিম সেরা মনে হয়েছে। আমাদের টিমে টি-টোয়েন্টি প্লেয়ার আছে। যেমন মোহাম্মদ নবী, নাঈম শেখ, নাদিফ চৌধুরী, অমি (জহুরুল ইসলাম), আমার কাছে মনে হচ্ছে খুব ভালো টিম। টি-টোয়েন্টি এমন একটি ফরম্যাট যেখানে ভালো মন্দ বলে কিছু নেই। যে যেদিন ভালো করবে সে সেদিন জিততে পারবে। ‘

জাতীয় দলে ফিরেছেন বেশ লম্বা সময় পর, ম্যাচ খেলার সুযোগ না হলেও ভারত সফরের আগে থেকেই কাজ করার সুযোগ হয় নিউজিল্যান্ড তারকা স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির সাথে। কি ধরনের আলাপ হয়েছে জানতে চাইলে বাঁহাতি এই স্পিনার বলেন, ‘ইন্ডিয়া সিরিজে খেলতে পারিনি। তবে পরিকল্পনা অবশ্যই ছিল। ওর সাথে কথা বলে অনেক কিছু শেখার আছে। কীভাবে বোলিং করতে হবে টি-টোয়েন্টিতে। যেহেতু সে অনেকদিন খেলেছে, আইপিএলেও। এটা নিয়ে অনেক কাজ করেছি আরও কাজ করার সুযোগ আছে সামনে।’

জাতীয় দল নিয়ে আপাতত ভাবনা দূরে সরিয়ে বিপিএলে মনযোগী হতে চান ৩৩ বছর বয়সী স্পিনার, ‘যেহেতু অনেকদিন পর জাতীয় দলে ফিরেছি, তবে এখন আমার মূল ফোকাস বিপিএল। ম্যাচ বাই ম্যাচ আমি প্ল্যান করবো। বেস্ট পারফর্মটা করার জন্য। বিপিএলটা যদি ভালো করতে পারি। সামনে পাকিস্তানের সঙ্গে সিরিজ আছে আমাদের। আপাতত বিশ্বকাপ, হোম সিরিজ নিয়ে চিন্তা করছি না এখন পুরপুরি মনোযোগ বিপিএলে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!