• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রংপুরের কোচ গ্রান্ট ফ্লাওয়ার, কুমিল্লা ওয়ারিয়র্সের গিবসন


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৭, ২০১৯, ১০:১০ পিএম
রংপুরের কোচ গ্রান্ট ফ্লাওয়ার, কুমিল্লা ওয়ারিয়র্সের গিবসন

ঢাকা:  রোববার (১৭ নভেম্বর) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে চলছে বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফট। প্লেয়ার ড্রাফটে এসেছেন গ্রান্ট ফ্লাওয়ার, ওটিস গিবসনরা। এমনিতে ঘুরতে আসেননি, দুইটি ভিন্ন ভিন্ন দলের কোচ হয়ে এসেছেন তারা।

এবারে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট হচ্ছে না। বিপিএলের বিশেষ আসরে পূর্ণাঙ্গ তত্ত্বাবধানের দায়িত্বে আছে বিসিবি। সাতটি দলের মধ্যে পাঁচটিতে আছে স্পন্সর। দুইটি দলের দায়িত্ব পুরোপুরি বিসিবির।

রংপুর রেঞ্জার্সের দায়িত্বে আছে বিসিবি। দলটি কোচ হিসাবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ের সাবেক তারকা গ্রান্ট ফ্লাওয়ারকে। কুমিল্লা ওয়ারিয়র্সের দায়িত্বেও আছে বিসিবিই। কুমিল্লা ওয়ারিয়র্স দলের কোচ হিসাবে আছেন ৫০ বছর বয়সী ওটিস গিবসন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলা ওটিস গিবসন কোচ হিসাবে বিশ্ব ক্রিকেটে পরিচিত নাম।
ঢাকা প্লাটুনের কোচ হিসাবে আছেন দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ঢাকা প্লাটুনের পৃষ্ঠপোষক যমুনা ব্যাংক।

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!