• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রংপুরের গেইল হারানোর দুঃখ ভুলিয়ে দিচ্ছেন হেলস


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০১৯, ০৮:৪৭ পিএম
রংপুরের গেইল হারানোর দুঃখ ভুলিয়ে দিচ্ছেন হেলস

ঢাকা : অনেক কাঠখড় পুড়িয়ে ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ক্রিস গেইল। আগের ম্যাচে ধীরলয়ে খেলে তুলে নিয়েছিলেন এবারের বিপিএলের প্রথম ফিফটি। কিন্তু পরের ম্যাচেই চিটাগাং ভাইকিংসের বিপক্ষে আবার দুর্দশায় পড়লেন গেইল। আবু জায়েদের বলে এলবিডব্লু হয়ে গেলেন। রান করতে পারলেন ২।

৬ রানে গেইলকে হারিয়ে তখন বিষম চাপে রংপুর। তবে ছন্দ ধরে রেখে শুরুর ধাক্কা সর্ব উত্তরের দলটি কাটিয়ে উঠেছে অ্যালেক্স হেলসের ব্যাটে। এ প্রতিবেদন লেখার সময় ৪.৫ ওভারে ১ উইকেটে ৪৮ রান তুলেছে রংপুর। হেলস ১৮ বলে ৩৫ রান নিয়ে ব্যাট করছেন। তাঁর সঙ্গী রাইলি রুশো অপরাজিত আছেন ৪ রানে।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিতে এক মুহূর্তও ভাবেননি চিটাগাং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। মাশরাফিও জানিয়েছেন, টসে জিতলে তিনিও আগে বোলিং করতেন। এই ম্যাচটি স্বাগতিক চিটাগাং ভাইকিংসের বেশি গুরুত্বপূর্ণ রংপুরের জন্য। কারণ এক পা প্লে-অফে দিয়েই রেখেছে স্বাগতিকরা। কিন্তু রংপুর হেরে গেলে দলটির জন্য প্লে-অফে যাওয়া কঠিন হয়ে পড়বে।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!