• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরের জন্য এবার জাগো গেইল!


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৫, ২০১৯, ০৯:১১ পিএম
রংপুরের জন্য এবার জাগো গেইল!

ছবি: সংগৃহীত

ঢাকা: এখনো ক্রিস গেইলকে ঠিক গেইলসুলভ মনে হয়নি। মানে তাঁর ব্যাটিং ছিল ঘুমপাড়ানি। যে দুটি ম্যাচে ভালো খেলেছেন সেটি গেইলের নামের সঙ্গে বেমানান। বুধবার রংপুর রাইডার্স দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে। এই ম্যাচে যে দল হারবে তাদের বিদায় নিতে হবে। রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি কোটি টাকা খরচ করে অনেক আশা নিয়ে গেইলকে দলে ভিড়িয়েছে। শুরু থেকে ক্যারিবীয় দৈত্য যে ঘুমিয়েই কাটালেন! এবার অন্তত তাঁর জেগে ওঠার সময় হয়েছে। গেইল কী বুধবার জাগবেন?

এখনো অবধি গেইল ১১ ম্যাচ খেলেছেন। সর্বোচ্চ স্কোর ৫৬। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬। মঙ্গলবার রংপুর রাইডার্স দল গিয়েছিল রাজধানীর ম্যাপল লিফ স্কুলে মাদকবিরোধী প্রচারণায় অংশ নিতে। সেখানে সংবাদ মাধ্যমের সামনে নিজের অতৃপ্তির কথা জানালেন গেইল, ‘আমি জানি আমার কাছে দলের অনেক চাওয়া। তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলব, এখনো ভালো কিছু করে দেখাতে পারিনি। গত বছর আমি সর্বোচ্চ রান করেছিলাম। তবে এটাও ঠিক ক্যারিয়ারে উত্থান পতন থাকে।’

গেইল রংপুরের প্রত্যাশা এখনো মেটাতে পারেননি। সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪৪ বল খেলে করেছেন ৪৬। অবশ্য বুধবার আরেকটা সুযোগ পাচ্ছেন গেইল। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় পারফরম্যান্সকেই এগিয়ে রাখলেন তিনি, ‘বড় ম্যাচ। আপনি জানেন বড় ম্যাচে বড় বড় ক্রিকেটাররাও খেলবেন। কিন্তু এটা আসলে কোনো বিষয় নয়। এখানে নিজের খেলাটা খেলতে হবে। কেন না একজনকে নিয়ে দল হয় না। আমরা সম্মিলিত প্রচেষ্টায় খেলে থাকি। শিরোপা জিততে এটাই গুরুত্বপূর্ণ।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!