• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রংপুরের বিপক্ষে বড় সংগ্রহের পথে খুলনা


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২২, ২০১৯, ০২:৫৮ পিএম
রংপুরের বিপক্ষে বড় সংগ্রহের পথে খুলনা

ঢাকা : রংপুর রাইডার্সের বিপক্ষে বড় সংগ্রহের পথে হাঁটছে খুলনা টাইটান্স। এ প্রতিবেদন লেখার সময় দক্ষিণের দলটি ৯ ওভারে ২ উইকেটে ৭৮ রান তুলেছে। ব্রেন্ডন টেলর ৩২ ও নাজমুল হোসেন শান্ত ১৯ রান নিয়ে ব্যাট করছেন। এর আগে টসে জিতে বোলিং বেছে নিয়ে প্রথম ওভারের শেষ বলেই আল আমিনকে (৪) তুলে নিয়ে খুলনাকে ধাক্কা দেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চতুর্থ ওভারের শেষ বলে ফরহাদ রেজা ফেরান জুনায়েদ সিদ্দিকীকে (১৩)। ২৯ রানে ২ উইকেট হারানো খুলনাকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন টেলর ও নাজমুল।

রংপুরের বিপক্ষে মঙ্গলবার হারলেও খুলনার সম্ভাবনা শেষ বলে ফেলে দেওয়ার উপায় নেই। কাগজে-কলমে খুলনা টাইটানসের এরপরও সুযোগ থাকবে বিপিএলে। কিন্তু প্রথম ৭ ম্যাচের ৬টিতেই হেরে বসা খুলনা ভালোভাবেই জানে মঙ্গলবার হারলেই কার্যত বিপিএলকে বিদায় জানিয়ে দিতে হবে তাদের। রংপুর রাইডার্সের অবস্থাও খুব একটা ভালো নয়। ৭ ম্যাচে ৩ জয়ে প্লে অফের অবস্থানের বাইরে আছে তারা। তাই রংপুর-খুলনা ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

খুলনা টাইটানস : জুনায়েদ সিদ্দিক, আল আমিন, ব্রেন্ডন টেলর, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, ডেভিড ভিসে, তাইজুল ইসলাম, জুনায়েদ খান, ইয়াসির শাহ, শুভাশীষ রয়।

রংপুর রাইডার্স : ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, সোহাগ গাজী।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!