• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রক্ষণভাগের ব্যর্থতায় বাহরাইনের সঙ্গে হারল বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২৩, ২০১৯, ০২:৫৭ এএম
রক্ষণভাগের ব্যর্থতায় বাহরাইনের সঙ্গে হারল বাংলাদেশ

ছবি: বাফুফে

ঢাকা: হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব  শুরু করল বাংলাদেশ। শুক্রবার (২২ মার্চ) ইসা টাউনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্বাগতিক বাহরাইনের সঙ্গে ১-০ গোলে হেরেছে জেমি ডে’র শিষ্যরা।

রক্ষণভাগের ব্যর্থতায় ম্যাচের ২১ মিনিটে একমাত্র গোলটি হজম করে বাংলাদেশের যুবারা। এ সময় ডান প্রান্ত দিয়ে আসা বল ক্লিয়ার করতে পারেনি বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়রা। ফলে বল পেয়ে যায় বাহরাইনের অধিনায়ক ইউসুফ হারদান। দুর্দান্ত শটে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে ফাঁকি দিয়ে লক্ষভেদ করেন হারদান।

তবে দ্বিতীয়ার্ধে আর নিজেদের জালে বল প্রবেশ করতে দেয়নি বাংলাদেশ দল। অবশ্য ব্যবধান বাড়াকে চেষ্টার ত্রুটি করেনি বাহরাইনের আক্রমণভাগের খেলোয়াড়রা। কিন্তু তারা আর গোলের দেখা পায়নি। কখনও কখনও বাংলাদেশ পাল্টা আক্রমণের চেষ্টা করলেও বাহরাইনের গোলরক্ষককে ফাঁকি দেয়া সম্ভব হয়নি। তাই শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল সবুজ জার্সিধারীদের।

রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে  শ্রীলঙ্কাকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিন।

১১ গ্রুপ চ্যাম্পিয়ন, সেরা চার রানার্স-আপ এবং আয়োজক থাইল্যান্ডকে নিয়ে আগামী বছর হবে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের চূড়ান্ত পর্ব।

উল্লেখ্য, ফিফা প্রীতি ম্যাচ দিয়ে পাঁচ মাস পর আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ জাতীয় দল। কম্বোডিয়ার মাঠে কম্বোডিয়াকে হারিয়ে সেই প্রত্যাবর্তনটা স্বরনীয়ই করেছে জেমি ডের শিষ্যরা। কাতারে অনুশীলন করতে গিয়ে স্থানীয় লিগ ক্লাবের বিপক্ষে জয়ের সেই ধারা অব্যাহত রেখেছে লাল সবুজ জার্সিধারীরা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!