• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রশিদ খানের ভয়ে আমরা কখনই ছিলাম না


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২২, ২০১৯, ১২:২৫ পিএম
রশিদ খানের ভয়ে আমরা কখনই ছিলাম না

ঢাকা: টেস্ট শুরুর আগে থেকেই রশিদ খানকে নিয়ে আলোচনা হচ্ছিল। দেখা গেল টেস্টে বাংলাদেশের মূল হন্তারক সেই রশিদই। টি-টোয়েন্টি সিরিজই তাই। রশিদ খানকে ভয় পেয়েই বাংলাদেশের এই জুবথবু অবস্থা? আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হারিয়ে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মোসাদ্দেক হোসেন আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন, চারদিকে যতই রশিদ–রশিদ রব উঠুক, আফগান লেগ স্পিনারকে তাঁরা কখনই ভয় পাননি, ‘কখনোই বলিনি যে রশিদ খানের ভয়ে ছিলাম! মনে করি না এখানে ভয়ের কিছুও আছে।’

মোসাদ্দেক এও জানালেন, রশিদ কখন চোট পেয়েছেন, সেটি তাঁরা খেয়ালই করেননি, ‘হয়তো চোটে না পড়লে আরেকটু ভালো বোলিং করতে পারত সে। কিন্তু এটা খেলা। আমাদের তখন ঝুঁকি নিতেই হতো (রশিদের যে ওভারে ১৮ রান নিয়েছে বাংলাদেশ)। আমরা সেদিকেই মনোযোগ দিয়েছি। ও চোটে ছিল কিনা আমরা খেয়াল করিনি (যে ওভারে মার খেয়েছে রশিদ)।’

পাঁচ বছর পর টি–টোয়েন্টিতে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছে। ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আগে আফগান–ধাঁধা মেলানো গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আফগান স্পিনারদের সামলানোর পথ বের করা গেছে। মোসাদ্দেক বলছেন, টগবগে আত্মবিশ্বাস নিয়েই মিরপুরের ফাইনাল খেলতে যাচ্ছে বাংলাদেশ, ‘জয় সব সময়ই আত্মবিশ্বাস জোগায়। ওদের কাছে আমরা অনেক ম্যাচ হেরেছি। তবে এখন ছন্দটা পেয়ে গেছি। ওদের সঙ্গে কীভাবে খেলতে হবে, আগেই বলেছিলাম একটু হিসাবি ক্রিকেট খেলতে হবে, সেটা গত দুই ম্যাচে আমরা খেলেছি। গত দুই ম্যাচে যেভাবে খেলেছি এটা ধরে রাখতে পারলে ফাইনালে আশা করি ভালো কিছুই হবে।’

সোনালীনিউজ/আরআইবি/এএস

Wordbridge School
Link copied!