• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রশিদ খানের সঙ্গে কী হয়েছিল সাকিবের?


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০১৯, ১২:৪৯ পিএম
রশিদ খানের সঙ্গে কী হয়েছিল সাকিবের?

ঢাকা : তথন ১১ রানে বাংলাদেশের দুই ওপেনার ফিরে গিয়েছিলেন। ক্রিজে ছিলেন সাকিব আল হাসান। তিনি শুরুর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। ১২ বলে ১৫ রান করা বাংলাদেশ অধিনায়ক ইঙ্গিত দিচ্ছিলেন নিজেকে ফিরে পাওয়ার। মুজিব-উর-রহমানের করা ইনিংসের পঞ্চম ওভারের শুরুতে রশিদ খানের সঙ্গে হঠাৎ কিছু একটা নিয়ে লেগে গেল সাকিবের।

কথার লড়াইয়ের পর পরই মুজিবকে তুলে মারতে গিয়ে মিড অনে রশিদেরই হাতে ক্যাচ দিলেন সাকিব। রেগে গিয়েই ওরকম খেললেন কি না কে জানে! ক্যাচ ধরে তাচ্ছিল্যের ভঙ্গিতে উদযাপন করলেন রশিদ। আফগান অধিনায়কের সাথে কী হয়েছিল? সংবাদ সম্মেলনে প্রশ্নটা করতেই সাকিব এড়িয়ে গেলেন,‌ তেমন কিছু হয়নি। জানি না, কী বলব।’

আফগানিস্তান দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মুজিবুর রহমান অবশ্য সাকিব-রশিদের কথা-কাটাকাটির কারণ কিছুটা বললেন, ‘তেমন কিছু হয়নি। ওই সময় রশিদ আম্পায়ারকে শুধু মোবাইলের আলো নিয়ে জিজ্ঞেস করেছিল। দর্শকেরা তখন গ্যালারিতে মোবাইলের আলো নেভাচ্ছিল আর জ্বালাচ্ছিল, রশিদ সেটা নিয়েই জিজ্ঞেস করছিল।’

জানা গেছে, গ্যালারিতে দর্শকদের মোবাইলের আলো জ্বলা-নেভার কথা জানিয়ে আকস্মিক খেলা বন্ধ করেছিল আফগানিস্তান। আম্পায়াররা তখন জানিয়েছেন, বিষয়টা তাদের হাতে নেই। এটা নিয়ে কিছু করা সম্ভব নয়। সাকিবের আপত্তিটা ছিল এখানেই, গ্যালারিতে মোবাইলের আলো নেভা-বন্ধ নতুন কিছু নয়। এটা নিয়ে অভিযোগের কী আছে? আর হুট করে খেলা থামানোর অর্থ কী? আর এটা নিয়েই হয়তো মাথা গরম করে থাকতে পারেন সাকিব। যার খেসারত তিনি দিয়েছেন মুজিবকে অযথাই মারতে গিয়ে।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!