• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাখাইনের গণকবর কি এমন রহস্য?


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২১, ২০১৭, ০৯:৪৭ এএম
রাখাইনের গণকবর কি এমন রহস্য?

ঢাকা: মিয়ানমারের রাখাইনে একটি গণকবর থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে তাদের পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি।

ঘটনা খতিয়ে দেখে এর বিস্তারিত জানানো হবে বলে মিয়ানমার সেনাবাহিনীর বরাতে জানায় রয়টার্স।

এর আগে গত সোমবার রাখাইনের সীমান্ত এলাকায় গণকবরটির সন্ধান পাওয়ার কথা জানায় সেনাবাহিনী। রাখাইনে সন্ত্রাস বিরোধী অভিযানের নামে নিরাপত্তা বাহিনীর রোহিঙ্গা নিধনের মধ্যেই এমন খবর আসে। গত আগস্টে রাখাইনে নতুন করে সংঘাত শুরুর পর বিভিন্ন সহিংসতায় প্রথম দুই মাসে অন্তত ৯ হাজার মানুষ নিহত হয় বলে জানায় আন্তর্জাতিক দাতব্য সংগঠন এমএসএফ।

এদিকে, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে জাতিসংঘের স্বাধীন তদন্তকারী, সংস্থাটির বিশেষ দূত ইয়াং লি’কে দেশটিতে প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে নাইপিদো।

এক বিবৃতিতে লি জানিয়েছেন, রাখাইনের ভয়াবহতা লুকানোর জন্যই মিয়ানমার সরকার এ পদক্ষেপ নিয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!