• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাঙ্গা ছিলেন স্বৈরাচারের দোসর


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০১৯, ০৬:০৯ পিএম
রাঙ্গা ছিলেন স্বৈরাচারের দোসর

ঢাকা: স্বৈরাচারের সঙ্গে যুক্ত থাকার কারণেই রাঙ্গার পক্ষে এমন মন্তব্য করা সম্ভব হয়েছে। আসলে তিনি ছিলেন স্বৈরাচারের দোসর। বলেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। 

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, যারা শহীদ নূর হোসেন সম্পর্কে চরম আপত্তিকর মন্তব্য করে, তারা স্বৈরাচারের সঙ্গে জড়িত ছিল। জড়িত ছিল রাজনৈতিক দুর্বৃত্তায়নের। 

এছাড়াও কৃষি মন্ত্রী আশা প্রকাশ করেন, অচিরেই মশিউর রহমান রহমান রাঙ্গা জাতির সামনে ক্ষমা চাইবেন। তিনি আরো বলেন, এই মন্তব্য একটি দলের দ্বায়িত্বশীল অবস্থান থেকে কোনোভাবেই কাম্য নয়। এটা আমরা কেউই আশা করি না। 

ক্ষমতা এবং রাজনীতির প্রেক্ষাপটে অনেকের সঙ্গেই ঐক্য হয় জানিয়ে মন্ত্রী বলেন, জাতীয় পার্টির রাজনৈতিক আদর্শের সঙ্গে আমাদের অনেক দূরত্ব রয়েছে। তারপরও মহাজোটের কোনো শরিক, যদি ভুল করে বা রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়, তাহলে আমরা অবশ্যই প্রতিবাদ করব।  

রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলেই বাংলাদেশের রাজনীতি কুলষিত হয়েছে উল্লেখ করে আব্দুল রাজ্জাক বলেন, রাঙ্গার ঘটনা দুঃখজনক।  

উল্লেখ্য, ১৯৮৭ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন শহীদ নূর হোসেন। গত ১০ নভেম্বর সেই নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য মোশাররফ হোসেন রাঙ্গা। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!