• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাঙ্গাকে যুবলীগের আল্টিমেটাম


রংপুর প্রতিনিধি নভেম্বর ১১, ২০১৯, ০৭:০২ পিএম
রাঙ্গাকে যুবলীগের আল্টিমেটাম

রংপুর : জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা শহীদ নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর যুবলীগের নেতাকর্মীরা।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে নগরীর বেতপট্টিস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে। 

ওই সমাবেশে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর যুবলীগ সভাপতি এম এ বাশার সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ অন্যান্য নেতাকর্মী বক্তব্য রাখেন। 

এদিকে, সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় রাঙ্গা সাহেব কোথায় ছিলেন? তিনি কি জানেন এরশাদ বিরোধী আন্দোলনে কত ছাত্র জনতা জীবন দিয়েছে? ওই সময় যুবলীগ নেতা বুকে ও পিঠে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে মিছিলে অংশ নিয়েছিল এসময় পুলিশের গুলিতে সে নিহত হয়। 

তিনি  বলেন, শহীদ নুর হোসেনের আত্মত্যাগের ফলে স্বৈরাচার বিরোধী আন্দোলন ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়। অথচ ২৯ বছর পর শহীদ নূর হোসেন দিবসে জাতীয় পার্টির রাঙ্গা শহীদ নূর হোসেন ইয়াবা আর নেশাখোর আখ্যায়িত করেছে। এসময় তিনি ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

রোববার (১০ নভেম্বর) বিকেলে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন জাপা মহাসচিব। ওই সময় এরশাদকে স্বৈরাচার বলার সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার বলে আখ্যায়িত করেন তিনি।

আলোচনায় রাঙ্গা আরো বলেন, নূর হোসেন ‘ইয়াবাখোর’, ‘ফেনসিডিলখোর’ ছিলেন। এরপর থেকেই দেশব্যাপী সমালোচনার ঝড় বইয়ে যায়।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ১০ নভেম্বর পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন।  

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!