• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে অনুদান বিতরণ


রাঙ্গামাটি প্রতিনিধি জুলাই ২, ২০২০, ০৬:৪১ পিএম
রাঙ্গামাটিতে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে অনুদান বিতরণ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি: রাঙ্গামাটির  ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩১ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে প্রধানমন্ত্রীর দেয়া অনুদান বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসন সম্মেলন কক্ষ্যে অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ।

সুবিধা বঞ্চিত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন যাপনের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী ১৮লাখ ৭৫ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন। রাঙ্গামাটি জেলায় ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৯ জন শিক্ষককে ৫ হাজার টাকা এবং ১১২ জন কর্মচারীকে ২হাজার ৫ শত টাকা করে মোট ১৮লাখ ৭৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতা পরাগ তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সদর  উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা, ডেপুটি ক্যালেক্টর  উত্তম কুমার দাস,নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস সহ নন এমপিও শিক্ষক ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুদান বিতরন কালে জেলা প্রশাসক একে এম মামুমুর রশিদ  বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর মধ্যে প্রযুক্তি নির্ভর শিক্ষার বিস্তার, উপবৃত্তির পরিধি বৃদ্ধি, বছরের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া, অবকাঠামোর উন্নয়ন ইত্যাদি অন্যতম।

করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের ব্যাহত প্রতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের ক্ষতি পূরণে সরকারের উদ্যোগে চলছে অনলাইন শিক্ষা কার্যক্রম এবং স্থানীয়  প্রশাসনিক উদ্যোগেও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্যে চলছে অনলাইন শিক্ষা কার্যক্রম।

সোনালীনিউজ/এমএএইচ/এএসস

Wordbridge School
Link copied!