• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে ব্রাশফায়ারে প্রিজাইডিং অফিসারসহ নিহত ৭


রাঙামাটি প্রতিনিধি মার্চ ১৯, ২০১৯, ০৮:০৫ এএম
রাঙ্গামাটিতে ব্রাশফায়ারে প্রিজাইডিং অফিসারসহ নিহত ৭

রাঙ্গামাটি: জেলার বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে প্রিজাইডিং অফিসারসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার নয়মাইল এলকায় ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান, সহকারী প্রিজাইডিং অফিসার আলামিন, আনসার সদস্য মিহির কান্তি দত্ত, আমিনুল, জাহানারা বেগম, বিলকিস ও পথচারী মন্টু চাকমা।

রাঙ্গামাটির পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাচনে ভোট শেষে ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন নিহতরা।

বাঘাইছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। বাকী দুইজন হাসপাতালে নেয়ার পর মারা যান। পুলিশসহ গুরুতর আহত আহত ১১ জনকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএইচয়ে নেয়া হচ্ছে।

সোমবার দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাঘাইছড়িসহ রাঙামাটির সাতটি উপজেলা রয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!