• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজকোটে পৃথ্বী-কোহলির ব্যাটে ভারতের রাজত্ব


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৪, ২০১৮, ০৮:৪৩ পিএম
রাজকোটে পৃথ্বী-কোহলির ব্যাটে ভারতের রাজত্ব

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ ভারতের মাটিতে বিরাট কোহলিদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে এমনটা ক্যারিবিয়ান সমর্থকরাও আশা করে না। প্রত্যাশামাফিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে বসেছে ভারত। সৌজন্যে অবশ্যই ভারতীয় ব্যাটসম্যানরা। তবে রাজকোট টেস্টের প্রথম দিনের সেরা বিজ্ঞাপন হয়ে রইলেন পৃথ্বী শ।

ভারতের হয়ে টেস্টে অভিষিক্ত আরও এক ব্যাটসম্যানের সেঞ্চুরির সাক্ষী থাকল সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। ১৫ তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরি করলেন ১৮ বছরের কিশোর।

টপ অর্ডার ব্যাটসম্যানদের দাপুটে ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ভারত স্কোরবোর্ডে তুলেছে ৪ উইকেটে ৩৬৪ রান। পৃথ্বীর দুরন্ত সেঞ্চুরি ছাড়াও রান পেলেন চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে ও অধিনায়ক বিরাট কোহলি। ব্যক্তিগত ৮৬ রানে পূজারা এবং ৪১ রানে রাহানে আউট হলেও দিনের শেষে ৭২ রানে অপরাজিত রয়েছেন কোহলি। ১৭ রানে অধিনায়কের সঙ্গে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ।

ওপেনিংয়ে নেমে লোকেশ রাহুল শুন্য রানে ড্রেসিংরুমে ফিরলেও দিনের শুরু থেকেই নিজের খেল দেখিয়েছেন পৃথ্বী। মধ্যাহ্নভোজের আগেই ৫৬ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। এক উইকেটে ১৩৩ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ভারত। পৃথ্বী ৭৫ রানে এবং পূজারা ৫৬ রানে অপরাজিত থাকেন।

বিরতি থেকে ফিরে এসে অভিষিক্ত ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির নজির গড়েন পৃথ্বী। ১৫ তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়ার পথে ৯৯ বলে সেঞ্চুরি তুলে নেন। পৃথ্বী-পূজারার ২০৬ রানের জুটিই চালকের আসনে বসিয়ে দেয় ভারতকে।

ব্যক্তিগত ৮৬ রানে আউট হন পূজারা। সবাই যখন ধরে নিয়েছে দেড়শো শুধু সময়ের অপেক্ষা, ঠিক তখনই ছন্দপতন। চা পানের বিরতির ঠিক আগে দেবেন্দ্র বিশুর বলে ব্যক্তিগত ১৩৪ রানে আউট হন পৃথ্বী। এরপর দলের হাল ধরেন অধিনায়ক কোহলি এবং রাহানে। চতুর্থ উইকেটে ১০৫ রান যোগ করার পর রাহানে ৪১ রানে ফিরলেও থামানো যায়নি কোহলিকে। ১০০ বলে টেস্ট ক্রিকেটে নিজের ২১ তম ফিফটি পূরণ করেন ভারত অধিনায়ক।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!